





বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে… হাতেখড়ি হওয়ার পর থেকে সুকুমার রায়ের এই ছড়া সকলেই পড়েছেন। একটা সময় ছিল যখন





গ্রামাঞ্চলে সাপ খেলা ছিল নিত্যদিনের ঘটনা। সাপুড়েদের ভীড় দেখা যেত বিভিন্ন হাটে বাজারে। নিজেদের কৌশলে সাপদের নিয়ে খেলা দেখিয়ে





কখনো সাপের ফনা তুলে ফুসফুস শব্দে সকলকে ভয় ধরিয়ে দিতে পারতেন তারা। এখন যদি এইসব লক্ষ্য করা যায় না আর সাপ মানেই তার থেকে





শতহস্ত দূরে থাকতে চান সকলে। কিন্তু সম্প্রতি একটি সাপের ভিডিও সামনে এসেছে যা দেখলে হাড় হিম হয়ে যাবে। ভিডিওতে সাপের সাথে খেলা করতে দেখা যাচ্ছে তবে





কোনো সাপুড়ে নয় বরং এক বাচ্চাকে দেখা মিলেছে সাপের সাথে। এই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে একটি বিশাল আকৃতির অজগর সাপ শুয়ে আছে। আর
এত বড় সাপের পিছনে লেজের কাছে বসে রয়েছে বছর দুই তিনের এক খুদে। যদিও তার মুখে কোন রকম ভয়ের চিহ্ন নেই বরং সে নিজের মতোই আপন মনে খেলে যাচ্ছে। এত বড় সাপ দেখে যেখানে বড় বড় মানুষরাও
সামনে থেকে পালিয়ে যাবেন সেখানেই এক বাচ্চাকে সাপের সাথে থাকতে দেখে রীতিমতোন অবাক হয়ে গেছেন সকলে। ভিডিওটিতে লক্ষ্য করলে বাচ্চাটি ছাড়াও অন্য আরেকজন মানুষকেও দেখা যাবে কিন্তু
অদ্ভুত ব্যাপার ওই ব্যক্তি বাচ্চাটিকে এই মারন খেলা থেকে উদ্ধার করতে আসেনি। সাপটিও বারবার ফনা তুললেও কোনরকম ক্ষতি করেনি। এমন বিরল দৃশ্য দেখে যেমন অবাক হয়েছেন নেটিজেনরা,
তেমনি সমালোচনা করেছেন। এত বড় বিষধর সাপকে লোকালয়ে দেখেও বন কর্মীদের কেন জানানো হয়নি সেই মন্তব্য করা হয়েছে আবার ভাইরাল হওয়ার জন্য যেভাবে বাচ্চাটিকে ব্যবহার করা হয়েছে তাতেও ক্ষুব্ধ হয়েছেন নাগরিকরা। দেখে নিন ভিডিওটি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply