





আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই আর আমাদের কাছে অচেনা বা অজানা থাকে না। মুঠোফোনেই
গোটা বিশ্বের সকল কিছুই ধরা পড়ে আমাদের কাছে। দিনে দিনে মানুষ যেমন আধুনিক হয়েছে ঠিক তেমনই





আধুনিক হয়েছে চারপাশের সকল পরিষেবার মাধ্যম। আর তাই সহজেই মানুষ সবকিছুর সঙ্গে





নিমেষে যোগাযোগ স্থাপন করতে পারে। এই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই দেশ-বিদেশের বিভিন্ন খবর থেকে শুরু করে
মানুষের নানান প্রতিভাও ধরা পড়ে এই সোশ্যাল মিডিয়ায়। এমনকি মাঝে মাঝে জীবজন্তুদের ও বিভিন্ন ঘটনা





ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা অবাক করে সকলকে। কথায় বলে মায়ের বিকল্প কিছু হয় না। তবে, এই কথাটা যে শুধুমাত্র কথার কথা নয় কাজেরও কথা তা এই ঘটনাটাই আরও একবার প্রমান করল। তবে, শুধুমাত্র মনুষ্য জাতিরাই যে এর প্রকৃষ্ট উদাহরণ হতে পারে তা কিন্তু একেবারেই নয়।
পশু হোক বা প্রাণী মায়ের বিকল্প কোনো জায়গাতেই হয়না। সন্তান যেমনই হোক মা তাঁর ছায়ায় সবসময় আগলে রাখে তাকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, একটি বাড়ির উঠোনে একটি সাদা গরু বাঁধা আছে। কিন্তু হঠাৎই একটি ছাগল ছানা এসে গরুর স্তন্যপান করতে থাকে।
গ্রামে এই বিষয়টি খুবই সাধারণ একটি বিষয়। তবে, শহরের দিকে এমনকি যাদের গ্রামের সম্পর্কে কোন ধারণাই নেই তাঁদের কাছে এই বিষয়টি বেশ আশ্চর্যের। আর তারই সূত্র ধরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই রীতিমতো তাজ্জব বনে গেছে নেটিজেনরা। আর মুহূর্তের মধ্যেই এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply