স্প্রাইটের বোতলে মুখ লাগিয়ে ঢকঢক করে জল খাচ্ছে তৃষ্ণার্ত কিং কোবরা, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও (Viral Video) দেখতেই এখন ভালোবাসেন নেটিজেনরা। সব থেকে পশু-পাখির ভিডিও

দেখতেই বেশি কৌতূহল সবাই। এখন সাপের বিভিন্ন ধরনের প্রচুর ভিডিও সামনে আসে। তবে সেসব ভিডিও দেখতে ভয় লাগলেও

মানুষের দারুন পছন্দ হয়। তেমনই একটি কিং কোবরা সাপের ভিডিও ইউটিউবের (Youtube) মাধ্যমে আমাদের সামনে এসেছে। যা দেখার পর

যেমন ভয় লেগেছে তেমনই বেশ একটা নতুনত্ব ব্যাপারও দেখা মিলেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেল, এক কিং

কোবরা (King Cobra) একটি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। এদিক ওদিক করতে করতে মাছ ধরার জালে জড়িয়ে যায় সাপটি। আসে পাশের মানুষ দেখে

কার্যত ভয় পেয়ে যায় সাপটা। যে কারণে বারংবার ফণা তুলছিলো। কোনো ভাবেই সাপটিকে দূর করা যাচ্ছিলো না তাই একজন সাপ উদ্ধারকারীকে খবর দেওয়া হয় ও তিনি আসেন ঘটনাস্থলে। উদ্ধারকারি মির্জা আরিফ সাপটিকে উদ্ধার করে বাড়ির বাইরে মাছের জাল সমেত নিয়ে আসেন। তখনও সাপটি ফণা তুলে যাচ্ছিলো। মির্জা বুঝতে পেরে একটি স্প্রাইটের বোতলে জল নিয়ে এসে সাপটাকে আসতে আসতে খাইয়ে দেয়।

জল পান করার পরেই সে শান্ত হয়ে যায়। তারপরেই বোঝা যায় কার্যত জলের খোঁজেই সাপটি সেই বাড়িতে ঢুকে পড়েছিল। শেষে একটি কৌটোর মধ্যে সাপটিকে ভরে নেওয়া হয়। ‘The Dodo’ নামের ইউটিউব চ্যানেল থেকে কিছুদিন দিন আগে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১৯ লক্ষ ভিউস ছাড়িয়ে গেছে ভিডিওটিতে। তার সাথেই মির্জা আরিফের সাহসীকতার ও মনুষত্বের একবাক্যে প্রশংসা করে চলেছেন নেটিজেনরা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*