অনস্ক্রিন বরের সঙ্গে মাখোমাখো রোম্যান্সে মাতলেন অভিনেত্রী অনন্যা গুহ, ভাইরাল ভিডিও

বাংলা ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে নিঃসন্দেহে ‘মিঠাই’ (Mithai)। লিস্টে টপার না হলেও চ্যানেলে এখনও

টিআরপি-তে প্রথম মোদক পরিবার। সিড-মিঠাইয়ের জুটি দারুণ পছন্দ করেন দর্শক। তাঁদের সাথে অবশ্য ধারাবাহিকের পার্শ্বচরিত্রগুলিও

সমান জনপ্রিয়। সম্প্রতি এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। মোদক পরিবারের ছোট ছেলে স্যান্ডির সঙ্গে

বিয়ে হয়েছে তার। ‘মিঠাই’তে অনন্যার চরিত্রের নাম পিঙ্কি (Pinky)। মোদক পরিবারের শত্রু আগরওয়াল পরিবারের মেয়ে সে। কিন্তু তাকেই মন দিয়ে বসে স্যান্ডি (Sandy)। পিঙ্কিরও

স্যান্ডিকে পছন্দ। তাই ওমি আগরওয়ালকে বন্দুক উঁচিয়ে হলেও পিঙ্কি-স্যান্ডির বিয়ে দেয় হল্লা পার্টি। সম্প্রতি স্যান্ডি ও পিঙ্কির রিসেপশন গিয়েছে। রিসেপশনে তাদের দেখা গিয়েছিল লেহেঙ্গা ও

শেরওয়ানিতে।মোদক পরিবারের ছোট ছেলে স্যান্ডির সঙ্গে বিয়ে হয়েছে তার। ‘মিঠাই’তে অনন্যার চরিত্রের নাম পিঙ্কি (Pinky)। মোদক পরিবারের শত্রু আগরওয়াল পরিবারের মেয়ে সে। কিন্তু

তাকেই মন দিয়ে বসে স্যান্ডি (Sandy)। পিঙ্কিরও স্যান্ডিকে পছন্দ। তাই ওমি আগরওয়ালকে বন্দুক উঁচিয়ে হলেও পিঙ্কি-স্যান্ডির বিয়ে দেয় হল্লা পার্টি। সম্প্রতি স্যান্ডি ও পিঙ্কির রিসেপশন গিয়েছে। রিসেপশনে তাদের দেখা গিয়েছিল লেহেঙ্গা ও শেরওয়ানিতে।

সেই সাজেই রোম্যান্টিক মুডে দেখা গিয়েছে নতুন বর-বউকে। হিন্দি ছবি ‘আক্রোশ’-এর ‘সওদে বাজি’ গানের সঙ্গে রোম্যান্টিক রিল ভিডিও বানিয়েছেন ছোটপর্দার স্যান্ডি এবং

পিঙ্কি। এতো কম সময়ের মধ্যেই তাদের দুজনের মধ্যে এমন তাঁদের মাখোমাখো কেমিস্ট্রি মুগ্ধ করেছে নেটিজেনদের। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই সক্রিয় অনন্যা। তিনিই এই রিল ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। যা এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*