





যে যে কারণে ATM মেশিনে ATM কার্ড আটকে যায় …. বর্তমান ডিজিটাল দুনিয়ায় মানুষ ব্যাংকে যাওয়ার থেকে ATM থেকে টাকা তুলতে বেশি পছন্দ করেন





এই পদ্ধতিতে টাকা তুললে সময় কম লাগে এবং ভিড় এড়ানো যায়। কিন্তু অনেক সময় এটিএম কার্ড টাই ATM মেশিনে আটকে যায় তখনই বিরম্বনায় পড়তে হয়। যে যে কারণে





ATM মেশিনে ATM কার্ড আটকে যায় সেগুলি হল- ১) এটিএম মেশিনটি চলে সম্পূর্ণ ইন্টারনেটের সাহায্যে হঠাৎ করে ইন্টারনেটের সমস্যা হলে কার্ডটি আটকে যেতে পারে। ২) অনেক সময়





রিডারের সমস্যা থাকলে কার্ড আটকে যায়। ৩) বারবার ভুল পিন দেওয়া হলে সে ক্ষেত্রে কার্ড আটকে দেওয়া হয়। এরকম সমস্যায় পড়লে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু





ভয় পাওয়ার কোন কারণ নেই। টানাটানি করে কোন লাভ নেই কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ১) মেশিনের কি প্যাডে যে cancel বাটন আছে সেটি প্রথমে প্রেস করতে হবে। এর ফলে
লিভার লক খুলে গিয়ে কার্ড বেরিয়ে আসবে। ২) যদি তা করা সম্ভব না হয় সেক্ষেত্রে, এটিএম এর কাস্টমার কেয়ার কিংবা
ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাঁদের দেওয়ার নির্দেশ মত চললে কার্ডটি বেরিয়ে আসবে। ৩) তবে যদি একান্তই কার্ডটি না বের হয় সেক্ষেত্রে এটিএম ছাড়ার আগে
আপনাকে কার্ডটি ব্লক করে দিতে হবে। কার্ড ব্লক করার জন্য ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা নিজের নেট ব্যাঙ্কিং ব্যবহার করে কার্ডটি ব্লক করা যেতে পারে।
তাই এবার থেকে এরকম সমস্যায় পড়লে ভয় পাবেন না। মাথা ঠান্ডা করে উপরিউক্ত পদ্ধতি অবলম্বন করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
Leave a Reply