





২২ ক্যারাটের পাশাপাশি কলকাতায় ২৪ ক্যারাট সোনার দামও নজর কেড়েছে শীতকাল মানেই বিয়ের মরসুম। অঘ্রায়ণ, মাঘ, ফাল্গুন জুড়ে চারিদিকে শুধু বিয়ের সানাই। আর





বিয়ে মানেই সোনা-গয়না, কেনাকাটা, বিয়ের বেনারসী, খাওয়া-দাওয়ার একাধিক নমুনা সামনে চলে আসে। বিশেষ করে মেয়ের বাবাদের মাথায় হাজার চিন্তা। তবে





বেশি ভাবায় সোনার গয়না নিয়ে। কারণ বাজারে সোনার দাম আকাশছোঁয়া। তাই সোনার গয়নার দামও লাগামছাড়া। সেই কারণে বেশিরভাগ পরিবারেই মাথায় হাত। কারণ





বিয়ের জন্যে অন্যান্য সামগ্রীর দাম কিছুটা সাশ্রয় হলেও, সোনার গয়নায় ‘নো কম্প্রোমাইজ’। এদিকে শ্বশুরবাড়িতে মেয়ের সম্মানও একদিকে বাজি ধরে। তাই সবদিক মিলিয়ে একটি ভারী গয়নায় মেয়েকে





সাজিয়ে না দিলে বিয়েটাই যেন অসম্পূর্ণ হয়ে দাঁড়ায়। এদিকে বাজারে কোনও সময় সোনার দাম বাড়ছে আবার কোনো সময়ে কমছে। তাই মেয়ের বাবাদের জন্যে একটা ভালো পরামর্শ, মেয়ের বিয়ে যদি
এখনও ঠিক না হয়ে থাকে তাহলে আগেভাগেই সোনার গয়না কিনে রাখুন। কেননা বছরের দ্বিতীয় দিনের দারুণ সংবাদ দিল সোনার বাজার৷ কলকাতায় ফের সোনার দামে ধস। প্রতি গ্রামে আগের থেকে
অনেক সস্তা হয়েছে। এক ঝলকে চোখ বুলিয়ে নিন। কলকাতায় প্রতি ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,০৪৫ গ্রাম। কমেছে ১৫ টাকা এবং ১০ গ্রামের দাম হয়েছে ৪০,৩৬০ টাকা, কমেছে ১২০ টাকা৷ ১০ গ্রামের দাম হয়েছে ৫০,৪৫০ টাকা, কমেছে ১৫০ টাকা, ১০০ গ্রামের দাম হয়েছে ৫,০৪,৫০০ টাকা কমেছে ১,৫০০ টাকা৷ ২২ ক্যারাটের পাশাপাশি কলকাতায় ২৪ ক্যারাট সোনার দামও নজর কেড়েছে।
কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৪০ টাকা, কমেছে ১৬ টাকা), ৮ গ্রামের সোনার দাম হয়েছে ৪৪,০৩২ টাকা, কমেছে ১৬০ টাকা। কলকাতায় ১০ গ্রামের দাম হয়েছে ৫৫,০৪০ টাকা, কমেছে ১৬০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,৫৪,৪০০ টাকা কমল ১,৬০০ টাকা৷
তবে উপরিক্ত সোনার দামের সঙ্গে জিএসটি, টিসিএস বা অন্যান্য শুল্ক কোনোভাবেই সংযুক্ত নয়৷ সব মিলিয়ে কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার মোট দামে সাড়ে তিন হাজার টাকা কমেছে।
Leave a Reply