জঙ্গলের ধারে বিশাল শাখামুটি সাপ এক আস্ত কোবরাকে গিলে খাচ্ছে, ভাইরাল ভিডিও

ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পরল গাছা নামক এক বাজারের পাশে সাপ এমন একটা প্রাণী যেটাকে দেখে ভয় পায় সকলেই। কিন্তু

কিছু কিছু মানুষ থাকে যারা সাপের খেলা দেখায় বা সাপ ভালোবাসে। সোশ্যাল মিডিয়ায় প্রায় সাপের বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেমন বাচ্চা ছেলে সাপ নিয়ে খেলছে, বা

কোন ঠাকুরের পূজোয় সেখানে সাপের উপস্থিতি থাকলে মানুষ তাকে দুধ খাওয়াচ্ছে, এরকমই আরো অনেক ভিডিও। তবে এবার

দেখা গেল সাপের অন্যরকম একটি ভিডিও ভাইরাল হতে যেখানে একটি সাপ অপর একটি সাপকে গিলে খেয়ে ফেলছে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পরল গাছা নামক এক বাজারের পাশে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কেউটে সাপ অপর

একটি সাপকে গিলে খাচ্ছে কিন্তু যেহেতু এই সাপটি যে সাপটিকে খাচ্ছে তার দৈর্ঘ্য বড় হওয়ার কারণে পুরোপুরি ভাবে গিলতে পারছে না এবং সাপটিকে মুখ থেকে বার করে দিচ্ছে। কিন্তু

ততক্ষণে মারা যায় সাপটি। ভিডিওটিতে আরো দেখা যায় সর্পরক্ষীরা খুঁজতে গেছে সাপটিকে। ঘরের ইট পাথরকে সরিয়ে বার করা হচ্ছে সাপটিকে। এই সাপটিকে শাকমুখী বা সংকীনে সাপ হিসেবে ও

অনেকে জানেন। সাপটিকে চেনবার উপায় হল সাপটির গায়ের রং কালো এবং হলুদের ডোর টানা। তবে সাপটি বেশ শান্ত প্রকৃতির। এইসব বাড়িতে থাকলে অন্য কোন সাপ বাড়িতে ঢোকার সাহস পায় না। রাত্রিবেলা এইসব গুলিকে দেখতে পাওয়া যায়। বিষধর সাপ হলেও সহজে মানুষকে কামড়ায় না। তবে অনেক সময় এই সাপটিকে দুমুখো সব ভেবে ভুল করে মানুষ।

এই ভিডিওটি পোস্ট হয়েছে ‘ Samirak Barki ‘ নামক একটি চ্যানেল থেকে। যেখানে ভিডিও শেষ অংশে দেখা যাচ্ছে সর্পরক্ষীরা সাপটিকে উদ্ধার করে, একটি প্লাস্টিকের কোটোর মধ্যে ভরে না সাপটিকে যথাযথ স্থানে ছেড়ে দেওয়ার জন্য। ভিডিওটা দেখে বেশিরভাগ মানুষই ভয়ে ভীত হয়ে গেছে। অনেক মানুষ অনেক রকমের কমেন্ট করছে। এখনো পর্যন্ত ভিডিওটি ৭৪৪ হাজার মানুষ দেখেছে এবং ১৪ হাজার মানুষ ভিডিওটিতে লাইক করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*