দুর্দান্ত কায়দায় বিরাট ‘বোয়াল’ মাছ ধরল বালক, তুমুল ভাইরাল ভিডিও

অনেক মানুষই অবসর সময়ে মাছ ধরতে ভালোবাসেন। জাল বা ছিপ ব্যবহার করে তো মাছ ধরতে হামেশাই দেখে থাকেন। কিন্তু

এত কিছু ব্যবহার না করে আপনারা খুব সহজেই মাছ ধরতে পারবেন? বাঙালিদের তো মাছ ভাত ছাড়া একটা দিন ও চলবে না। কিন্তু বাজারে যদি

মাছ না পাওয়া যায় করবেন টা কি? তাই আজ আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে খুব সহজেই কিভাবে

বিশাল বড় মাছ খুব সহজেই ধরতে পারবেন তার ঘরোয়া কৌশল শেখাবো। ভাইরাল এক ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে বাচ্চা একটা ছেলে

সেই বিশেষ ফাঁদ ব্যবহার করে বিশাল একটা বোয়াল মাছ শিকার করলো। বড়শি, মাছের খাবার এবং

একটি বড় সুতোর মাধ্যমেই সে অনায়েসে ধরে ফেললো সেই মাছ। প্রথমে অনেকগুলো বড়শি এক জায়গায় গেঁথে নিতে হবে। এবার বড়শির মাথায়

মুরগির নাড়িভুঁড়ি গুলো লাগিয়ে দিতে হবে। সেটা মাছের খাবার হিসাবে ব্যবহার করা হবে। এবার সব বড়শি গুলি

একটা বোতলের মধ্যে ভরে দিন। নদীর ধারে বাঁশের খুটি পুঁতে একটি সুতোর সাহায্যে বোতলের আগার প্রান্ত টাকে বেঁধে দিয়ে জলের মধ্যে ফেলে দেবেন ও অন্য প্রান্ত থাকবে খুটিতে বাঁধা। মাছ খেতে আসলেই বড়শি তার গলায় বেঁধে যাবে। ‘Bengali Fish’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ১ বছর আগে।

এখনও পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষের বেশি দেখে নিয়েছে এই ভিডিও। ছেলেটি ভিডিওতে এত সুন্দরভাবে একটি বড় বোয়াল মাছ ধরেছে যা দেখে আপনিও অনায়েসেই চেষ্টা করতেই পারেন। মাছ প্রেমীরা কিন্তু এমন নতুনত্ব জিনিস দেখে বেশ এক্সসাইটেড। সবাই এই বিশেষ ভাবে তৈরী মাছের ফাঁদ ব্যবহার করেই মাসহ শিকার করবেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*