





সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটে যাওয়া যে কোনো ঘটনা খুব সহজেই চলে আসে আমাদের সামনে। আর পশুপাখি কিংবা





সাপের ভিডিও হলে তো আর কথাই নেই। কার্যত সাপেদের বিভিন্ন মজার কিংবা হাড়হিম করা ভিডিও আমাদের সামনে আসে। তবে





অজান্তেই যদি অন্যরকম কিছু দেখে থাকেন তাহলে ভয় তো লাগবেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে একটি ভিডিও সামনে এসেছে যা মুহূর্তের মধ্যেই





হয়ে উঠেছে ভাইরাল (Viral)। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সরু অথচ বেশ লম্বা সাপ বিশাল গতিতে





নারকেল গাছের গা বেয়ে উপরে উঠে যাচ্ছে। সাপটি কার্যত ১২ ফুটের থেকেও বেশি লম্বা হবে। তবে খুবই সরু যার ফলে
দ্রুততার সাথে উপরের দিকে উঠতে পারছে। কিন্তু সাধারণত সাপকে কোনো গাছের উপরে উঠতে দেখা যায় না। এই সাপটি আসলে কোন প্রজাতির সেটাও জানা সম্ভব হয়নি ভিডিওর মধ্যে দিয়ে। যদিও দর্শকরা কিন্তু এই দৃশ্যকে বিরল ও কিউট বলে অভিহিত করেছেন। আপনারা যদি সাপটি সম্পর্কে কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
‘Time Kerala’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। ১১ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। সাথেই লাইক, কমেন্ট করেছেন বহু মানুষ। এমন একটা ভিডিও দেখে যেন মন মেতেছে সকলেরই। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যে আমরা এমন সুন্দর প্রকৃতির সৃষ্টি জিনিস দেখতে পাই সে বিষয়েও জানিয়েছেন সকলে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply