জুতোর ভেতর লুকিয়ে ছিল বিষধর কোবরা, বের করতে গিয়েই ঘটলো বিপত্তি! তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় (Social Media) যেসব ভিডিও সামনে আসে তার মধ্যে সাপের ভিডিও বেশ বেশি। আসলে মানুষ

বাস্তব জীবনে সাপ থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তার ফলেই সাপের ভিডিও সামনে এলে তাঁরা সেগুলো না দেখে পারেন না। বিশেষ করে মানুষের

ঘর থেকে সাপ ধরার দৃশ্য সবাই খুব মন দিয়ে দেখেন। সেরকম একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যেখানে

জুতোর ভেতর থেকে সাপ উদ্ধার করা হয়েছে। ভারতের স্থানীয় সাপের মধ্যে কিং কোবরা (King Cobra) খুবই বিখ্যাত। অনেক সময় এই সাপগুলো

মানুষের ঘরবাড়ির মধ্যে ঢুকে আসে। এইসব ক্ষেত্রে সাপ ও মানুষ দুজনেরই জীবন বিপন্ন হয়ে যায়। বিশেষ করে যেখানে

সাপের থাকার কথা নয় এমন জায়গায় যখন সাপ পাওয়া যায় তখন অবাক না হয়ে পারা যায় না। মির্জা মহাম্মদ আরিফ (Mirza Md Arif) নামে একটি ইউটিউব (YouTube) চ্যানেল থেকেই এই ভিডিও আপলোড করা হয়েছে।  ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা জুতোর ভেতর একটা বেশ বড় আকারের সাপ ঢুকে বসে আছে। সাপটিকে জুতো থেকে উদ্ধার করা একেবারেই সহজ ছিল না।

এটা একটা ভীষণ বিষধর ও রাগী স্বভাবের সাপ ছিল। সে একবার ফনা তুলে আরিফকে ছোবল মারতে যায়। আরিফ এই বিষয়ে দক্ষ বলেই কোনমতে প্রাণে বেঁচে যান। আরিফ সবাইকে সতর্ক করে বলেন যে বর্ষাকালে প্রায়ই সাপেরা ঘরে ঢুকে আসে। তাই জুতো পরার সময় সবসময় দেখে নেওয়া উচিত। নেটিজেনরা এই কথাই বলছেন যে তাঁদের জুতোর ভেতর সাপ থাকলে কী হতে পারত।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*