





কি দিন আসলো বলুন তো, এখন ঘর ঝাঁট দিচ্ছে এক পোষ্য সারমেয়। ভাববেন নিশ্চয়ই কোনো রোবট সারমেয়র কথা বলছি তবে





না আদরেই এক ল্যাব্রাডর প্রজাতির কুকুরকে সরাসরি ঘরের এই কাজ করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে





আমরা ঘরে পৃথিবীতে আনাচে-কানাচে ঘটে যাওয়া বহু ঘটনার সাক্ষী হতে পারছি। অধিকাংশ ভিডিওর মধ্যেই





দেখা যায় পশু পাখিদের নানান ক্রিয়া-কলাপ। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘superstarsimba’ নামক একটি অ্যাকাউন্ট থেকে





আপলোড করা হয়েছে এই সারমেয়র ভিডিওটি। যেখানে ঘরের মধ্যে নিজের মুখে একটি ঝাঁটা নিয়েছে সে। আর নিজের মুখের সাহায্যে
ঘরে ঝাঁট দেওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকবার করলেও মানুষের মতো নিশ্চয়ই পারছে না। এই ভিডিওটির সাথে ‘আজ বাই নেহি আই’ নামের মজাদার একটি গান ও জুড়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি এই কুকুর অত্যন্ত প্রভু ভক্ত হয়ে থাকে। খুব সহজেই আপনি বাড়িতে পুষতে পারবেন। যেমন স্নেহশীল ঠিক তেমনই শিকারী স্বভাবের হয়ে থাকে। এই জন্য পুলিশ বা অন্যান্য জায়গায় এই কুকুর ব্যবহার করা হয়।
ভিডিওতে দেখানো এই সারমেয়টির নাম কিন্তু সিম্বা। যার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ও লক্ষ্য করার মতো। ভিডিওটি বর্তমানে ৬ লক্ষ ১৪ হাজার মানুষ দেখে নিয়েছেন। সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে সিম্বার উদ্দেশ্য। একজন লিখেছে -‘খুব সুন্দর ও কিউট একটি মুহূর্ত’। দ্বিতীয়জন লিখেছেন -‘বাইয়ের কাজ সত্যি গেল আজ থেকে’। চটপট সুন্দর এই ভিডিওটি দেখে নিন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply