





বাড়িতে সাপ ঢুকলে কার্যত সবাই খুব ভয় পেয়ে যাবেন। ছোট কিংবা বড়ো সব ধরণের সাপ দেখলেই





আমাদের ভয় অনিবার্য। সম্প্রতি যে ভিডিও ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি আপনাকে দেখানোর জন্য যথেষ্ট। ওড়িশার ভদ্রকে একটি বাড়িতে





দেওয়ালের মধ্যে সবুজ রঙের একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা গেছে। সেখান থেকেই
কার্যত ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক বাড়িতে
ঢুকে গেছে সবুজ রঙের লাউডগা সাপ। বাংলায় এই সাপটিকে লাউডগা নামেই সবাই চেনেন। বাড়ির লোকেরা মির্জা মহম্মদ আরিফ নামের এক সাপ উদ্ধারকারীকে ডেকে আনেন। সে ঘরে ঢুকে দেখেন দেওয়ালের মধ্যে সেই সাপ ঘুরে বেড়াচ্ছে। সে খুব সাবধানের সাথে সাপটিকে ধরে ফেলেন। সাপটি রেগে ছিল যে কারণে সাপটিকে ফণাও তুলতে দেখা গেছে।
তবে মির্জা জানান এই সাপের কোনোরকম বিষ হয় না। কার্যত গাছের মধ্যেই ঘুরে বেড়ায় এই সাপ। শেষে ব্যাগের মধ্যে পুড়ে সে সাপটিকে নিয়ে যায়। তবে নেটিজেনদের মধ্যে তৎপরতা বাড়ানোর দায়িত্ব নিতে বলেছেন। সাপ কামড়ালে হাসপাতালে যেতে বলেছেন সবাইকে। ‘Mirza MD Arif’ নামের তার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল এক বছর আগে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply