কুকুরের পিঠে আরাম করে শুয়ে আছে ছোট্ট বানর, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নানারকম ভিডিও দেখা যায়। এর মধ্যে অনেক পশুপাখির ভিডিও থাকে। এর মধ্যে

অনেক ভিডিও পোষা পশুপাখি নিয়ে তৈরি হয়। বিভিন্ন ধরনের পশু একসঙ্গে থাকলে তাদের মধ্যে

একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। মানুষ ও বিভিন্ন পশুর এই মেলামেশা একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করে। এইরকম একটি ভিডিও

সম্প্রতি সামনে এসেছে যেখানে একটি শিশু বাঁদর ও একটি কুকুর তাদের মানুষ মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে। মলি মংকি (Molly Monkey) নামের একটি

ইউটিউব (YouTube) চ্যানেল আছে। এই চ্যানেল থেকে নানাধরণের বাঁদরের ভিডিও আপলোড করা হয়। তাঁদের একটা খামার রয়েছে যেখানে বাঁদর, কুকুর, মুরগি ইত্যাদি অনেক প্রানীর বসবাস আছে। এদের সঙ্গে কাটানো মুহুর্তই এই চ্যানেল থেকে আপলোড করা হয়। এই ভিডিওতে সেরকম কিছু মুহূর্ত উঠে এসেছে।

এই ভিডিওটি ভারতের বাইরের কোনো দেশের ভিডিও। এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাঁদরছানাকে। দুপুরবেলা বিশ্রামের সময় তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা কুকুর আরামে শুয়ে আছে। বাইডেন নামের এই বাঁদরছানা কুকুরের গায়ে পিঠে উঠে খেলা করছে। মানুষ মা দুজনকেই সমানভাবে আদর করছেন। একটা সময় কুকুর আর বাইডেন দুজনেই মায়ের কোলে উঠে বসে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*