





ঘরের মধ্যে লুকিয়ে বিশাল আকৃতির কোবরা সাপ। মুহূর্তে ভাইরাল ভিডিও। সাপের নাম শুনলে যে কেউই





ভয় পায়। আর সেই সাপ যদি হয় বিষধর কোবরা তাহলে তো কোনো কথাই নেই। সাপকে মূলত সকলেই





বিষধর প্রাণী হিসেবেই চেনেন। আর তাদের মধ্যে এমন অনেক সাপ আছে যাদের দংশনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আজকালকার দিনে





মানুষের পাশাপাশি সাপেরও নানান ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি তেমনই একটি সাপের ভিডিও





ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, একটি বাড়ির ঘরের মধ্যে বড়ো কোবরা সাপ ঢুকে পরেছে। বাড়ির লোকেরা তো ভয়ে জড়োসড়ো। আর এই সাপ ধরতেই ডাকা হয়েছে এক ব্যক্তিকে। তিনি তার হাতের লাঠির সাহায্যে কেরামতি দেখিয়ে সহজেই সাপটিকে একটি ব্যাগের মধ্যে ভরে ফেলেন।
বাড়ির ঘরের মধ্যে লুকিয়ে থাকা ওই কোবরা সাপটি আর একটু হলেই একটি ছোট্ট মেয়েকে কামড়ে দিত। কিন্তু তেমন কিছু হয়নি। ‛মির্জাএমডিআরিফ’ নামের এক ব্যক্তির ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। অনেকেই জানেন না যে, এই কোবরা সাপের বিষে অনেকেই মারা যান। এই সাপের বৈজ্ঞানিক নাম ‛নাজা নাজা’। আর ইন্ডিয়ান নাম ‛ইন্ডিয়ান কোবরা’। এই প্রজাতির সাপ নাজা গনের অন্তভুক্ত। এই প্রজাতির সাপ হলুদ, বাদামী, লালচে, কালো রঙের হয়ে থাকে।
ভিডিওটি দেখতে এখতে এখানে ক্লিক করুন
Leave a Reply