





ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি টিয়া পাখি জানলার উপর বসে আছে এবং তার মালকিন তাকে নাম ধরে ডেকে যাচ্ছে ক্রমাগত দিনের শুরুটা যদি





এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে না হয় তাহলে আমাদের মেজাজটাই বিগড়ে যায়। চাপ্রেমী মানুষের সংখ্যা খুব একটা কম নেই। কমবেশি সকলেই চা পান করতে ভালবাসে। কিন্তু





এ তো গেল মানুষ প্রজাতির কথা। কিন্তু শুনলে হয়তো অবাক হবেন শুধু মানুষেরা নয়, টিয়া পাখিরও খুবই প্রিয় চা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে





দেখা যাচ্ছে অবিকল মানুষের মতো চা-বিস্কুট দিয়ে প্রাতরাশ সাড়ছে একটি টিয়া পাখি। এর আগে সোশ্যাল মিডিয়ায় টিয়া পাখির বিভিন্ন মজাদার কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে





দুটি টিয়ার খেলা করা, একে অপরকে প্রেম নিবেদন করা, মালকিনের সঙ্গে খুনসুটি অথবা অবিকল মানুষের ভাষায় কথা বলার ভিডিও দেখা গিয়েছে। কিন্তু





এই প্রথমবার টিয়া পাখির চা-বিস্কুট খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। সাধারণত পেয়ারা, কাঁচা ছোলা, পাকা লঙ্কা, তেলাকচু, ভুট্টা ইত্যাদি টিয়া পাখির অত্যন্ত প্রিয় খাবার। কিন্তু
নেটদুনিয়ার দৌলতে নেটিজেনরা এই প্রথমবার ব্রেকফাস্টে টিয়া পাখির চা বিস্কুট খাওয়ার ভিডিও চাক্ষুষ করল। টিয়া পাখির হুবহু মানুষের মতো চায়ে বিস্কুট ভিজিয়ে খাওয়ার ভিডিও রীতিমত শোররগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল (Viral) ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি টিয়া পাখি জানলার উপর বসে আছে এবং তার মালকিন তাকে নাম ধরে ডেকে যাচ্ছে ক্রমাগত। প্রথমদিকে ডাকাডাকির ফলে পাখিটি বেজায় বিরক্ত হয়। কিন্তু তারপরই
সকলকে অবাক করে দিয়ে মালকিনের হাতের ওপর উঠে বসে পাখিটি। আর তারপরে খাটের উপর জমিয়ে বসে, দুধ চা এবং বিস্কুট খেতে থাকে অত্যন্ত মজার সঙ্গে। এমনকি চায়ের উপর যে আস্তরণ পড়ে সেটিও ঠোঁট দিয়ে সরিয়ে চা পান করতে দেখা যায় পাখিটিকে।
ইউটিউবে ‘মে লিসা’ নামক একটি চ্যানেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি ৭৩ হাজারেরও বেশি ভিউ পেয়ে গিয়েছে। এছাড়া অজস্র নেটিজেন ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করছেন। ‘এই প্রথমবার টিয়া পাখিকে চা খেতে দেখলাম’, ‘দুর্দান্ত ব্যাপার’, ‘ওয়াও’ ইত্যাদি মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স।
Leave a Reply