মাত্র ১০০ টাকা খরচ করে কোটিপতি!

কার ভাগ্য কখন বদলে যাবে সেটা হয়তো সে নিজেও বুঝতে পারে না। আজ কারুর খারাপ দিন থাকলে কালই

আসতে পারে তার ভালো দিন। আজ কেউ গরিব থাকলে তার ভাগ্য যদি চায় সে অল্প সময়ের মধ্যে

হতেই পারে বড়লোক। আর ঠিক তেমনটাই হল এক গৃহবধূর ক্ষেত্রে। ১০০ টাকা খরচ করে ১ কোটির মালকিন হলেন গৃহবধূ, ভাবা যায়! বিভিন্ন সময় বিভিন্ন মানুষ লটারি টিকিট কাটে রাতারাতি বড়লোক হওয়ার জন্য।কারোর ভাগ্য ভালো থাকলে সে হতে পারে বড়লোক আর কারোর যদি ভাগ্য সায় না দেয় সে থেকেই যায় গরিব।

কথায় বলে উপর বালা যাব দেতা হ্যায় ছাপ্পড় ফারকে দেতা হ্যায়। আর ঠিক তেমনটাই হয়েছে অমৃতসরের গৃহবধূ রেনু চৌহানের সাথে। জানা গিয়েছে, অমৃতসরের গৃহবধূ রেনুর পঞ্জাব স্টেট লটারিজ ডিপার্টমেন্ট থেকে ১১ ফেব্রুয়ারি রাজ্য সরকারি লটারির ফলাফল ঘোষণা করা হয়েছিল।

আর লাকি টিকিট D-12228 বিজেতা হন সেই রেনু। বৃহস্পতিবার সমস্ত নথিপত্র জমা করেন তিনি। ১০০ টাকা খরচ করেই ১ কোটির মালকিন সে। লটারি জেতার পরে রেনু বলে ‘ভগবানের দান’। রেনু আরোও বলেন, ‘আমার স্বামী অমৃতসরে একটা ছোটোখাটো কাপড়ের দোকান চালান। এই টাকায় আমাদের অনেকটা সুবিধে হবে এবার’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*