





মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির এনগেজমেন্ট পার্টিতে নাকি বাসন মেজেছেন বলিউড তারকা সলমন খান এবং শাহরুখ খান, এমনই





গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। বলিউড ইন্ডাস্ট্রিতে এই দুই তারকার নাম নতুন করে বলার প্রয়োজন পড়ে না। দীর্ঘ ৩০ বছর ধরে বলিউডের সাথে যুক্ত রয়েছেন তারা। এমনকি





বলতে পারেন রাজত্ব করছেন বলিউডে। তবে এমন কি পরিস্থিতি হলো যে মুকেশ আম্বানির ছেলের এনগেজমেন্টের পার্টিতে বাসন মাজতে হলো তাদের? আসুন তাহলে





সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। কিছুদিন আগেই দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের সাথে বাগদান সেরেছেন অনন্ত। রাজস্থানে কাছের আত্মীয়দের উপস্থিতিতে বাগদান সাড়ার পর,





মুম্বই এসে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন তারা। আর আম্বানি পরিবারের যে কোনো অনুষ্ঠান মানেই সেখানে উপস্থিত থাকেন বলিউডের তাবড়-তাবড় তারকারা। সেই তালিকাতেই ছিলেন সলমন এবং
শাহরুখ। সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট পার্টির নানান ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি সেরকমই একটি ভিডিওতে সলমন এবং
শাহরুখকে দেখা গিয়েছে। যদিও তারা একসাথে যাননি তবে একসাথে দু’জনের গাড়ি বের হতে দেখা যায়। প্রথমে সলমনের গাড়ি এবং পেছনেই ছিল শাহরুখের গাড়ি। সলমনকে একটা নীল রঙের শার্টে দেখা গিয়েছিল এবং
শাহরুখ পরেছিলেন সাদা পোশাক। যা দেখার পর অনেকেই বলেছেন, ‘বাসন মাজতে গিয়েছিলেন তারা।’ আবার কারোর মতে খাবার পরিবেশন করতে এসেছিলেন। যার অর্থ ট্রোল করে বাসন মাজার কথা বলেছেন সকলে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply