পাথরে বসা যুবককে আচমকা তাড়া করল বিশাল সাপ, দেখে শিউরে উঠলেন নেটিজেনরা

গরমে মানুষকে স্বস্তি দিতে পারে একটাই মাত্র জিনিস, সেটা হল জল। জল খাওয়া তো বটেই, অনেকটা সময় ধরে স্নান করলেও

স্বস্তি পাওয়া যায় খানিকটা। সমুদ্র, বা কোনো পাহাড়ি ঝরনা এলাকায় ঘুরতে গেলে, জলে নেমে থাকেন অনেকেই। নিজের ইচ্ছেমতো সাঁতার কাটা, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা, সবই হয়। আবার

এর মধ্যেই কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে, যা গায়ের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। পাথরে বসা যুবককে আচমকা তাড়া করল বিশাল সাপ, দেখে

শিউরে উঠলেন নেটিজেনরা আর এই সব ঘটনাগুলি ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই। সম্প্রতি ‛Wildistic’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে

ভিডিওটি (Video) ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে কিছু বিদেশীরা সুন্দর নীল জলে নদীর স্রোতে সাঁতার কাটছেন। এমনকি উপভোগ করছেন সৌন্দর্য্য। কিন্তু হঠাৎ একটা বিশাল সাপ জলে ঢুকে পড়ে। শুধু ঢুকেই পড়ে না পাথরে বসে থাকা একটি ছেলের পিছুও নিতে থাকে।

ছেলেটি এরপর পড়ি-কি-মরি করে সরে আসে সেখান থেকে। তারপর ফোনে ভিডিও তুলতে থাকে। যে ভিডিও দেখে ফেলেছেন ৪৬ লক্ষের বেশি মানুষ। ১ লক্ষের বেশি লাইকও পড়ে গিয়েছে তাতে। নেটিজেনদের কমেন্টগুলিও চোখে পড়ার মতো। সব মিলিয়ে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল (Viral) হয়েছে এই ভিডিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*