





বর্তমানে ইন্টারনেটের (Internet) সহজলভ্যতার কারণে সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেইসব বিভিন্ন ধরণের





ভিডিওর কোনোটা দেখে নেটিজেনরা হেসে লুটিয়ে পড়েন, কোনোটা দেখে আতঙ্কে শিহরিত হয়ে ওঠেন, কোনো ভিডিও দেখে ভালোলাগায় মন ভরে যায়, আবার





কোনো ভিডিও দেখে মন ভারাক্রান্ত হয়ে যায়। সমস্ত ধরণের ভিডিও অর্থাৎ বিভিন্নরকম কনটেন্টের মিশেলে নেটদুনিয়ায় প্রায় প্রতিদিনই নতুন নতুন ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে





যেমন বেশিরভাগ সময়েই মানুষের বিভিন্ন কার্যকলাপ দেখা যায়, তেমনই পশু-পাখিদেরও বিভিন্ন কীর্তিকলাপ সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই





পশু-পাখিদের ব্যতিক্রম বা সাধারণ বিভিন্ন কাণ্ডকারখানা ভাইরাল হয়ে থাক। বাড়ির পোষ্য হোক বা বন্য, পশু-পাখিদের বিভিন্ন আচরণ দেখতে কমবেশি সকলেই পছন্দ করেন। সম্প্রতি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে
এক শালিক পাখির কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে। সাধারণত টিয়াপাখি বা কাকাতুয়া বা ময়না পাখি মানুষের অনুকরণ করে কথা বলে থাকে। বিশেষত টিয়াপাখির কথা বলার ভিডিও হামেশাই
ভাইরাল হয়ে থাকে। তবে এবারে মানুষের নকল করে শালিক পাখিকে কথা বলতে দেখে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন। ভাইরাল হওয়া এই ভিডিওতে এক বাড়ির পোষ্য শালিক পাখিকে
কথা বলতে দেখা গিয়েছে। বাড়ির ভেতরে এক ঝুড়ির ওপর বসে এক কমবয়সী ছেলের কথা শুনে নকল করে শালিক পাখিটি দিব্যি ‘বাবা’, ‘আম্মা’ বলে চলেছিল। শালিক পাখির এমন মিষ্টি কথা বলার ভিডিওটি ‘মরুনি পাখী’ নামক এক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভাইরাল এই ভিডিওর ভিউজ ১.৩ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply