দুইভাবে করবে বুঝিনি, ভালো লেগেছে আমার : অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অ’পু বিশ্বা’স। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও

দেখা যায় তাকে। এরই মধ্যে প্রসাধনী পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কাশ্মীরি বিউটি বাই জিনিয়ার স’ঙ্গে আনুষ্ঠানিক চুক্তিব’দ্ধ হয়েছেন তিনি। এবার

রাজধানীর বসুন্ধরা সিটিতে এই প্রতিষ্ঠানের একটি শো-রুম উদ্বোধন করেন অ’পু বিশ্বা’স। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জিনিয়াত জাহান। বিজ্ঞানীরা ডায়াবেটিসের প্রধান শত্রু খুঁজে

পেয়েছেন! অ’পু বিশ্বা’স বলেন, “আমি ‘কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতর পণ্য ব্যবহার করে দেখেছি। আমা’র কাছে বেশ ভালো মনে হয়েছে। এই পণ্যের একটি বড় গু’ণ হচ্ছে অধিকাংশ পণ্য বাহ্যিক ব্যবহারের পাশাপাশি খেতেও

পারবেন। তাতে করে দুইভাবেই কাজ করবে। বি’ষয়টি আমা’র কাছে ভালো লেগেছে।” ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অ’পু বিশ্বা’স অ’ভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা সিনেমাটি গত বছরে মুক্তি পায়।

‘ছায়াবৃক্ষ সিনেমা’র অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা’র কাজ। দেবাশীষ বিশ্বা’স পরিচালিত এ সিনেমায় অ’পু বিশ্বা’সের বিপরীতে অ’ভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট সিনেমায় অ’ভিনয় করেছেন অ’পু বিশ্বা’স। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অ’পুর বিপরীতে অ’ভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অ’ভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গু’নছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*