পদ্মায় ধরা পড়ল ২৭ কেজি ওজনের বাঘাইড়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে ৩৫ হাজার ১০০ টাকা। রোববার (২৫ ডিসেম্বর) ভোরে

উপজেলার দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে নুরাল মোল্লার জালে এ মাছটি ধরা পড়ে। জেলে নুরাল মোল্লা জানান,

শনিবার রাতে কয়েকজন সহযোগী নিয়ে মাছ ধরার জন্য দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল পেতে বসে থাকেন। পরে

ভোরের দিকে জালে মাছটি ধরা পড়ে। জাল তুলে দেখেন বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি রোববার সকাল ৮টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের কেচমত মোল্লার মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা এটি কিনে নেন। মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা জানান,

রোববার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত কেচমত মোল্লার মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনেন জেলে নুরাল মোল্লা। ৩৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় কিনে নেন তিনি। পরে

মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ হলেই মাছটি বিক্রি করবেন বলে জানান তিনি।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানির কমেছে। বেশ কিছুদিন পর ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*