বাড়িতে পড়ে থাকা মাত্র তিনটি কোকা কোলার বোতল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন বাগান সেচের সহজ পদ্ধতি। রইল ভিডিওসহ A-Z স্টেপ বাই স্টেপ!

কোকা-কোলা, ইংরেজিতে Coca-Cola. যা বর্তমানে সংক্ষেপে কোক (Coke) নামেই পরিচিত। এটি

এক প্রকার কার্বোনেটেড কোমল পানীয়। শত বছর পুরোনো এই পানীয়টি বিশ্বের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় এর মধ্যে একটি। দ্যা কোকা-কোলা

কোম্পানির দাবি অনুযায়ী বিশ্বের ২০০টিরও বেশি দেশে কোকা-কোলা বিক্রি হয়। জনপ্রিয় এই পানীয়টির রেসিপি নিয়ে

তাই যুগ যুগ ধরে চলছে নানা ধরণের রহস্য এবং ভুয়া তথ্য যা এখনো বিদ্যমান। কোকা-কোলা নিয়ে

সামাজিক যোগাযোগসহ, সংবাদমাধ্যম থেকে শুরু করে লোকমুখেও নানা ধরণের ভুল এবং

বানোয়াট তথ্য প্রচলিত রয়েছে। দেরী না করে আমার টিপসটি বলে ফেলি । প্রথমে কুকের তিনটি বো তল নেই।আমারা বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলে থাকি।তাই সেখানে আবজনা না ফেলিয়েসেও জনগণও গীতি একটা কাজে লাগানো যায়। রাস্তাঘাটে বিভিন্ন খানে অনেক রকমের বোতল ফেলে দেওয়া হয়। তাই যেখানে সেখানে এই বোতলগুলো না ফেলি ।

আমার অনেক কষ্ট করে কাদের পানির বা বিশ্বের ড্রাম নিয়ে বাগানেতে সেচ দিয়ে থাকি। আমরা সহজ পদ্ধতি অবলম্বন করে এ কষ্ট হতে বাঁচতে পারি। বাগান করা একটি সৃজনশীল শখ। আর এ শখ আপনি পূরণ করতে পারেন আপনার বাসার অব্যবহৃত প্লাস্টিক বোতল দিয়ে। বোতল দিয়ে বাগান তৈরি করা খুব সহজ এবং এটি সৌন্দর্য্যবর্ধক। ব্যালকনি,

বাড়ির পিছনে বাগান তৈরির ক্ষেত্রে প্লাস্টিক বোতল একটি জনপ্রিয় মাধ্যম কারণ এটি সহজলভ্য, সাশ্রয়ী এবং কার্যকরী। আসুন জেনে নেই ফেলে দেওয়া প্লাস্টিক বোতলে যেভাবে বাগান করতে পারেন-প্লাস্টিক বোতল দিয়ে গ্রিন হাউজ তৈরি করা খুব সহজ। এটি একটি পরিবেশবান্ধব বাগান পদ্ধতি যা দেখতে যেমন আকর্ষণীয় এবং ব্যবহারেও কার্যকরী। নবায়নযোগ্যতা বা রিসাইকেলিং বর্তমানে খুবই প্রয়োজন।

এক্ষেত্রে ফেলে দেওয়া প্লাস্টিকের পুনরায় ব্যবহার একটি নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও বেশ সময় দিতে হবে, এই ধরনের বাগান তৈরিতে। কিন্তু এটি খুবই সাশ্রয়ী এবং আকর্ষণীয় মাধ্যম।আনুভূমিকভাবে তৈরি করা বাগানকে উলম্ব বাগান বা ভার্টিক্যাল গার্ডেনে রূপ দেওয়া খুব সহজ।

কিছু অব্যবহৃত পানীয়ের বোতল দিয়ে এবং হাতের কিছু কাজ জানা থাকলে। যারা বাগান করতে ইচ্ছুক কিন্তু পর্যাপ্ত জমি নেই তাদের জন্য এই ভার্টিক্যাল গার্ডেন সিস্টেম একটি বিকল্প ব্যবস্থা হতে পারে। আর কেউ যদি বাগান তৈরির ক্ষেত্রে ভিন্ন কিছুর চেষ্টা করতে চায়, তবে উল্লম্ব বাগান হবে অনেক বেশি আকর্ষণীয় পন্থা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*