





আদিকাল থেকেই বিভিন্ন প্রাণী মানুষের দাসত্ব গ্রহণ করে আসছে। মানুষ বিভিন্ন কায়দায় বিভিন্ন বন্যপ্রাণীদের কে





পোষ মানিয়ে নিয়েছে। তারি ধারাবাহিকতায় এখনো মানুষ বিভিন্ন বন্য প্রাণীকে শখের বশে পোষ মানিয়ে থাকে। মানুষ সাধারণত শান্ত





প্রকৃতির বিভিন্ন পশু পাখিকে পোষ মানিয়ে থাকে। আমাদের মধ্যে যারা সৌখিন তারা এ ধরনের প্রাণীগুলোকে ঘরে পালন করে থাকে। একটি পোষা প্রাণী





মানুষের সঙ্গী হিসেবে ভালো কাজ করে। তবে বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা পোষা প্রাণী হিসেবে বিভিন্ন হিংস্র এবং





ভয়ঙ্কর আক্রমণাত্মক প্রাণী গুলো পালন করে থাকে। এগুলো দেখলে মানুষের শরীর শিউরে উঠে। আজকের এই ভিডিওটিতে





ঠিক তেমনি কিছু পোষা প্রাণী সম্পর্কে বলা হয়েছে। চলুন দেরী না করে দেখে নেয়া যাক ঐ পোষা প্রাণী গুলো কি কি। কুমিরঃ আমরা সকলেই জানি যে কুমির অত্যন্ত ভয়ঙ্কর এবং আক্রমনাত্মক একটি প্রাণী। যা মানুষ দেখলেই আক্রমণ করে বসে। কুমিরের চুয়াল এত শক্তিশালী যে এদের চুয়াল দিয়ে শক্ত পাথরও ভেঙে ফেলা সম্ভব। কিন্তু কিছু মানুষ এই ভয়ঙ্কর কুমিরকেও পালন করে থাকে।
ভিডিওটিতে আমেরিকান এক মহিলা যিনি পোষা প্রাণী হিসেবে একটি জলজ্যান্ত কুমিরকে পালন করেন। এবং তিনি উনার পরিবারের সদস্যের মতো এই কুমিরটিকে পালন করে। ভালুকঃ আপনারা জানলে অবাক হবেন যে ভালুক পৃথিবীর 10 টি ভয়ঙ্কর প্রাণীর মধ্যে একটি। রবীনাথ 10 ফুট পর্যন্ত উচ্চতা এবং 410 কেজি ওজন পর্যন্ত ভারী হতে পারে।
ভালুকের একটিমাত্র থাবায় যে কোন মানুষকে যমের দুয়ারে ঘটানোর ক্ষমতা রাখে। তা সত্ত্বেও পৃথিবীতে এমন অদ্ভুত মানুষের অভাব নেই যারা কিনা এই গ্রামে প্রাণীটিকে নিজ ঘরে পালন করে থাকে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পোষা প্রাণী হিসেবে এই ভাল্লুক কে পালন করে থাকে। জলহস্তীঃ সাউথ আফ্রিকা তে শার্লি নামে এক ভদ্রমহিলা একটি জল হস্তি পোষা প্রাণী হিসেবে পালন করে। তিনি জল হস্তিটকে ছোটবেলায় কুড়িয়ে পায়। কিন্তু একসময় তাদের এই জলহস্তীটিকে পালন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর তারা ওই জলহস্তীটিকে যেখানে থেকে কুড়িয়ে নিয়ে ছিল সেখানে ছেড়ে দিয়ে আসে।
জলহস্তিটি এখনো মাঝে মাঝে তাদের বাসায় বেড়াতে আসে। ওয়াটার মনিটরঃ বেশিরভাগ মানুষ এই সমস্ত গিরগিটি জাতীয় প্রাণী গুলোকে দেখলে দূরে পালিয়ে যায়। কেননা এগুলো দেখতে অনেক জঘন্য এবং বিষাক্ত। তারপরেও কিছু মানুষ এইরকম গিরগিটির জাতীয় প্রাণীগুলো তাদের বাড়িতে পালন করা থাকে।
বিচ্ছুঃ একটি গণনায় দেখা গেছে বিচ্ছু প্রতিবছর প্রায় 4 লক্ষ মানুষকে হুল ফুঁটিয়ে থাকে। তাদের মধ্যে প্রায় 4 হাজার মানুষ এদের বিষে প্রাণ হারায়। তাহলে বুঝতেই পারছেন এই বিচ্ছু কতটুকু ভয়ঙ্কর প্রাণী। তারপরও কিছু মানুষ এই ভয়ঙ্কর বিচ্ছুকেও পালন করে থাকে। সাপঃ একটা প্রবাদ আছে যে দুধ কলা দিয়ে যতই কালসাপ পোষেন সে আপনাকে অবশ্যই ছোবল দিবে।
এ কথাটা আসলেই সত্য। সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে না। কিন্তু দুনিয়াতে এমন মানুষের অভাব নেই যারা সাপকে পোষা প্রাণী হিসেবে নিজের ঘরেই পালন করছে। এছাড়াও ভিডিওটিতে আরো কয়েকটি পোষা প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাথে সাথে ঐ ভয়ঙ্কর পোষা প্রাণী গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply