মহানবীর প্রিয় রঙের কার্পেট বিছানো হলো মসজিদে নববীতে (ভিডিও)
মদিনায় অবস্থিত মসজিদে নববীর চত্বরে থাকা লাল কাপের্টগুলো তুলে মহানবী হযরত মোহাম্মদ(সঃ) এর





প্রিয় সবুজ রঙের কার্পেট বিছানো হয়েছে। এই কার্পেটগুলোর ওপর নামাজ পড়েন মুসল্লিরা। নতুন রঙে সাজাতে মসজিদে নববীতে





ব্যবহার করা হয়েছে ১২ হাজার কার্পেট। এই কার্পেটগুলো সৌদি আরবেই তৈরি করা হয়েছে। মুসল্লিদের কথা চিন্তা করে নতুন কার্পেটগুলো বেশ আরামদায়ক করে বানানো হয়েছে। কার্পেটগুলোর বিশেষত্ব হলো এগুলো বেশ পাতলা। কিন্তু অনেক শক্ত। এগুলোতে প্রচুর পরিমাণে উন্নতমানের উল ব্যবহার করা হয়েছে। যা ধোয়ার পরও নষ্ট হবে না।
১২ হাজার কার্পেটের সবগুলোতে একটি করে ইলেকট্রিক চিপ বসানো হয়েছে। যেখানে এগুলোর উৎপাদন, ব্যবহার ও কখন ধোয়া হয়েছে সবকিছু জানা যাবে। তাছাড়া ইলেকট্রিক চিপে থাকা ডাটার মাধ্যমে কোন কার্পেট কোথায় ছিল সেটিও জানা যাবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন