





দেশের বিভিন্ন স্থানে চলাচল ও মালামাল পরিবহনের জন্য সবথেকে ভালো উপায় হলো নৌপথ। সকল স্থানেই





যে রাস্তা দিয়ে যাওয়া যায় এমন টাও না। এমন অনেক জায়গা আছে যেখানে যাওয়ার একমাত্র মাধ্যম হলো নৌপথ। এই নৌপথে যাত্রার জন্য





অনেকে ছোট ছোট ডিঙি নৌকা থেকে বিলাসবহুল জাহাজ ব্যবহার করে ।এসব নৌকা দিয়ে সহজেই নদী পারাপার হওয়া যায়। এছাড়াও একটি দেশের





মূল বাণিজ্যিক চালিকা শক্তি হলো এই নৌযান গুলো। এগুলোর মাধ্যমে আমদানি রপ্তানি সহ এ ধরনের কাজ গুলো





করা হয়ে থাকে। প্রত্যেক ক্ষেত্রে যে লাভবান হওয়া যায় এমন টি নয়। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ ও





অন্যান্য কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। অনেক সময় ক্ষয়ক্ষতির পাশাপাশি নাবিকদের জীবন সংশয় হয়ে থাকে। তবুও দেশটির সামগ্রিক কাঠামো অনেকাংশে এর উপর নির্ভরশীল।অভ্যন্তরীণ নদী গুলোতে চলাচল ও দেশীয় পণ্য পরিবহনের জন্য নৌকা ব্যবহার করা হয় । এতে পরিবহন ও চলাচলের জন্য খুব বেশি খরচ হয় না ।
এদিক থেকে নৌপথের সুবিধা অনেক বেশি। তথ্য প্রযুক্তির উন্নতির কারণে এখন অনেক ছোট হয়ে গেছে। সবকিছু এখন হাতের মুঠোয়। কেউ চাইলেই ইচ্ছামত যেকোনো বিষয়ে জ্ঞান নিতে ও আলোচ্য বিষয় তার মতামত জানাতে পারে। এর জন্য শুধুমাত্র প্রয়োজন একটি ডিভাইস মোবাইল ডাটা। এই মাধ্যম টিকে বলা হয়ে থাকে সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়া আমাদের জানার পরিধিকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
মাঝে মাঝে কিছু বিষয় অনেক বেশি আলোচনা-সমালোচনাও প্রশংসা পায়। যার প্রায় পুরোটাই হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। সকলে আগে সোশ্যাল মিডিয়ায় চেক করে নতুন কোন আপডেট আছে কিনা। তেমনি অনেকে আবার ভাইরাল হওয়ার নেশায় নানান কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। শুধু মানুষের তৈরি তৈরি করা ভিডিও নয় অনেক সময় বাইরের বস্তু ভাইরাল হয়।
সম্প্রতি এমন একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। ভিডিওটিতে একটি লঞ্চ ও একটি নৌকার মুখোমুখি সংঘর্ষ দেখা যায়। অতি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। সকলে অবাক চোখে কর্মকাণ্ড গুলো দেখতে থাকে আর আফসোস করতে থাকে। ভিডিওটিতে দেখা যায়, নদীতে একটি লঞ্চ চলছিল। লঞ্চঘাটের একটু দূরে অবস্থান করার সময় অর্থাৎ লঞ্চটি যখন ঘাটের ভিরছিল তখন হটাৎ করে একটি নৌকা লঞ্চটির সামনে এসে পড়ে। এতে যেহেতু বেকিং এর ব্যাবস্থা নেই টাই মুখোমুখি সংঘর্ষ হয়।
এর ফলে পানির স্রোতে আর লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।নৌকাটি তে থাকা মানুষ গুলো ভেসে যেতে থাকে । যা একটি অসহায় মুহূর্তকে বর্ণনা করে। লঞ্চে থাকা মানুষ গুলো হতাশ হয়ে দেখতে থাকে কাণ্ড গুলো। এইটাতে মানুষের আফসোসের মন্তব্যগুলো খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। আসলে এমন অবস্থায় হুট করে কিছু করার থাকেনা শুধুমাত্র চেয়ে দেখতে হয়। তারপরও এরকম দুর্ঘটনা কারোরই কাম্য নয়।
Leave a Reply