





সোশ্যাল মিডিয়া (Social Media) বর্তমানে যোগাযোগের একটি দারুণ মাধ্যমে হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেও





মানুষ পৃথিবীর অপর প্রান্তের দৃশ্যের সাক্ষী হতে পেরেছে। এই মাধ্যমের দৌলতেই পুরো পৃথিবীর বহু খবর ও





তথ্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হাতের মুঠোয় চলে এসেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের ফটো ও ভিডিও পোস্ট করা হয়। এর মধ্যে বেশিরভাগ সময়ই





বিনোদনমূলক ভিডিও থাকে। তবে, এবাদেও জ্ঞানমূলক ভিডিও বা প্রচারমূলক ভিডিওর সংখ্যাও কম নয়। এসবেরই মাঝে কখনও কখনও ভাইরাল হয়ে যায় বিভিন্ন জন্তুজানোয়ার বা





পশু পাখিদের ভিডিও। এক্ষেত্রে পশুপাখি বা জন্তুজানোয়ার কীর্তিকলাপ দেখে অবাক হয়ে যান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কেউ আবার দেখে মজাও
নেন। সবমিলিয়ে এই জাতীয় ভিডিও অনেক সময়েই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অবাক হয়ে গেছে নেটদুনিয়া। ভিডিওটিতে মূলত হরিয়ানার দুই
বাঁদরকে দেখা যায়। একটি বাঁদরকে মেয়েদের পোশাক পরে থাকতে দেখা যায় এবং অপরজনকে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একদিকে, একটি মানুষের নির্দেশে পুরো মানুষের মতো চলে ও অঙ্গিভঙ্গি করে দেখায় হাতে লাঠি নিয়ে থাকা বাঁদরটি। অপরদিকে, মেয়েদের পোশাক পরিহিত বাঁদরটিকে মাথায় ওড়না দিয়ে অবিকল মানুষের মতো অঙ্গিভঙ্গি করতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘অসাম পিপল’ (Awesome People) নামক একটি ইউটিউব চ্যানেলের তরফে। ভিডিওটি নেটিজেনদের এতটাই পছন্দ হয়েছে যে, সেটি ইতিমধ্যে ৫১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং ১৯৯ হাজার মানুষ পছন্দ করেছেন।
Leave a Reply