প্লাস্টিকের বোতল দিয়ে মাছের সাথে সবজি চাষ, ভিডিও সাড়া ফেলে দিয়েছে

চাষবাস করার নাম শুনলেই প্রথমেই যেটা মাথায় আসে সেটা হল জমি, ট্রাক্টর, লাঙল, ক্ষতিকারক সার ইত্যাদি। কিন্তু,

আপনি জানেন কি এই আধুনিক যুগে চাষবাসেও বিকল্প পদ্ধতি চলে এসেছে। এবার, চাষবাস শুধুমাত্র মাটিতে নয়, জলেও করা যাচ্ছে। আর এক্ষেত্রে আরও

কম খরচে চাষ হচ্ছে পুষ্টিকর ফসল। উল্লেখ্য, এই ধরণের চাষ পদ্ধতি শুধুমাত্র বিদেশে নয়, দেশেও করা হচ্ছে। বিশ্বাস হচ্ছে না? চলুন এই ব্যাপারে বিস্তারে জেনে নেওয়া যাক। সম্প্রতি একটি ভিডিও

ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে যে, বর্তমানে ব্যাঙ্গালোরে চাষ করা হচ্ছে জলে। দাবি করা হয় যে, এক্ষেত্রে ফার্মটি আপন করে নিয়েছে ‘অ্যাকোয়াপনিক্স’ (Aquaponics) পদ্ধতিকে। এই পদ্ধতিতে সবজি ও

মাছ একত্রে চাষ করা সম্ভব। প্রসঙ্গত, ব্যাঙ্গালোরের বৃহদ ফার্মটি যেখানে অনেক জাঁকজমকভাবে করেছে। সেখানে একজন সাধারণ মানুষও

বিশেষ উপায়ে ‘অ্যাকোয়াপনিক্স’ পদ্ধতিতে চাষ করতে পারেন। এরজন্য মূলত প্রয়োজন হবে কয়েকটি প্লাস্টিক বোতলের। প্রথমে একটি বড়ো অ্যাকোয়ারিয়াম বানাতে হবে। সেখানে

একটি পাটা লাগিয়ে প্লাস্টিক বোতলগুলোকে অর্ধেক করে কেটে রেখে দিতে হবে। এই প্লাস্টিকের বোতলগুলোতে কয়েকটি ছিদ্রও করতে হবে। এরপরে এতে মাটি দিয়ে মাটিতে ফসলের বীজ পুঁতে দিতে হবে। তারপরে পুরো অ্যাকোয়ারিয়াম জলে পরিপূর্ণ করে দিতে হবে। এক্ষেত্রে, এই জলে মাছ থাকার কারণে যে নাইট্রোজেন তৈরি হয়, সেটাই গাছ বেড়ে উঠতে সাহায্য করবে। অপরদিকে একইসঙ্গে একই খরচে মাছ ও সবজি উভয়েই চাষ করা সম্ভব হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*