জেলেরা মাছ ধরতে গিয়ে ঘটল এক আর্শ্চ্যয ভয়ংকর ঘটনা মাছ ধরার জালে ধরা পরলো বিশাল এক অজগর ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বিডিও

অজগর হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগরকে ময়াল নামেও ডাকা হয়। এরা বিষহীন আদিম সাপ। এদের পিছনের পা-এর চিহ্ন পুরো

বিলুপ্ত হয়নি।এরা শিকারকে জোরে পেঁচিয়ে এরা তার দম বন্ধ করে মেরে ফেলে। এরা শীকারকে সাধারনত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে। কারণ,

এতে শীকারের বাধা দেয়ার ক্ষমতা কমে যায়। শীকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে।মৃত প্রাণী খায়না। এক জন যুবক গ্রামের পুকুরে আস্ত মোরগ দিয়ে মাছ ধরার জন্য ফাদ ফেলে।সেই মোরগটি বিশাল এক অজগর সাপ গিলে ফেলে এবং

সাথে সাথে যুবকেও নিয়ে যান।যুবকের শরীরের শক্তি দিয়ে কোনো মতে সেই স্তান হতে বাড়িতে আসেন।সাথে সাথে সে জেলেদের খবর দেন। জেলেরা জাল ফেলে মাছ ধরার সাথে সেই বিশাল সাপটি অজগর কে ধরেন। প্রথমত

তারা সকলেই আতঙ্কের মধ্যে পড়ে যায়। তারা প্রথমেই চাইলে সাপটিকে মেরে ফেলতে পারতো। কিন্তু তারা বুঝতে পারে এই সাপ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারপর

তারা একটি বন্যপ্রাণীর উদ্ধারকারী বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা প্রায় 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই গ্রামে ছোট চলে আসে সাপটিকে উদ্ধার করার জন্য।

উদ্ধারকারী বাহিনী এসে দেখতে পেলো সাপটি জেলে দের জালে বন্দী অবস্থায় আছে। গ্রামবাসী গর্তটি খনন করে ফেলায় বৃহৎ আকৃতির এই সাপটি অর্ধেক গর্তের বাহিরে চলে আসে। তারপর উদ্ধারকারী বাহিনীর একজন সাপটিকে টেনে গর্ত থেকে বের করে। তা দেখতে গ্রামের উৎসুক জনতার ভিড় জমে যায় মুহূর্তের মধ্যে। তিনি সাপটিকে উদ্ধার করার পর গ্রামের লোকজনকে এই সাপ সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে দিচ্ছে।

তিনি সাপটিকে উদ্ধার করার পর রাস্তায় নিয়ে গ্রামের উৎসুক জনতাকে কিছুক্ষণ এই সাপটির খেলা দেখালেন। এবং এই সাপ সম্পর্কে বিভিন্ন তথ্য তাদেরকে জানিয়ে দিলেন। সবশেষে তিনি এই সাপটিকে একটি বস্তার মধ্যে ভরে নিয়ে গেলেন। তিনি সাপটিকে নিয়ে লোকালয়ের বাহিরে এক জঙ্গলের মধ্যে মুক্ত করে দিলেন। তিনি প্রায় বিশ বছর ধরে এই মহৎ কাজটি করে যাচ্ছেন।

আমাদের প্রত্যেকের উচিত বন্য প্রাণীদের কে বিনা দোষে না মেরে তাদেরকে এভাবে ধরে লোকালয়ের বাহিরে নিয়ে কোন জঙ্গলে ছেড়ে দেওয়া। কেননা এই বন্য প্রাণী গুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে। শুধুমাত্র মানুষের কারণে পৃথিবী থেকে শতশত প্রাণী আজ বিলুপ্তির মুখে এবং অনেক প্রাণী রয়েছে যারা এর পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে। আমরা বন্যপ্রাণী নিধন করবো না এবং অন্যকে নিধন করতে দেবো না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*