তিনি শুধু সুপারস্টার নন, দারুণ একজন বাবা, মেয়ের সাথে ভাইরাল জিতের ‘দুষ্টু মিষ্টি’ ভিডিও!

জিৎ কে টলিউড জগতে সুপারস্টার বললে কিছু কম হবে না। নব্বই দশক থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে

যাচ্ছেন দর্শকদের। জিতের ভক্তসংখ্যা কিছু কম নয়। জিতের ছবি মানেই ব্লকবাস্টার সুপারহিট। তবে এত বড় নায়ক এবং শুটিংয়ে ব্যস্ত সিডিউল হওয়া সত্ত্বেও

নিজের পরিবারকে সময় দিতে খামতি রাখেননা অভিনেতা। বাবা হিসেবে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করেন জিৎ। সম্প্রতি ভাইরাল হয়েছে জীত ও

তার একমাত্র কন্যা নবন্যার মিষ্টি ভিডিও। ২০১১ সালে গাঁটছড়া বেঁধেছিলেন জিৎ এবং মোহনা। লখনৌ এর একটি স্কুলের শিক্ষিকা ছিলেন মোহনা। জিতের বিয়েতে বসে ছিল চাঁদের হাট। অনেকেই

ভেবেছিলেন ইন্ডাস্ট্রির বাইরে বিয়ে করেছেন মানে সংসারে জটিলতা আসবেই। কিন্তু সব জল্পনা কে মিথ্যা প্রমাণ করে দশ বছর একসাথে সংসার করছেন জিৎ এবং

মোহনা। তাদের সংসারে এসেছে ছোট্ট কন্যা নবন্না। আট বছর পার করেছে জিতের মেয়ে। বাবার থেকে অভিনয় খুঁটিনাটি শিখেছে সে। মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতা জিৎ কে। কখনো তিনি মেয়েকে কোলে নিয়ে ঘুরছেন আবার কখনো স্ত্রীর সঙ্গে ছবি তুলে আবেগঘন বার্তা দিচ্ছেন।

প্রিয় তারকাকে তার পরিবারের সঙ্গে দেখে আবেগে আপ্লুত জিতের অনুরাগীরা। নবন্না এবং নবন্নার বাবা-মার উদ্দেশ্যে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেয় তারা। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত “বাজি”। সগৌরবে সিনেমা হলে চলছে বাজি। আর এর মধ্যে ছুটি পেয়ে পরিবারের সঙ্গে সময় কাটালেন অভিনেতা।

কয়েকদিন আগে জিৎ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একজন উঁচুদরের অভিনেতা হলেও মাটির মানুষ জিৎ। বরাবর ভক্তদের সঙ্গে নিজের ভালো মন্দ লাগা কে শেয়ার করে নেন তিনি। এবারে একজন সুখী গৃহকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জিৎ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*