





সারাদিনের ব্যস্ততা কাটিয়ে বর্ধমানে রাতের রাস্তা সর্বদা যেন নিশ্চুপ থাকে। আর সেই নিশ্চুপতাকে হাতিয়ার করেই





একটি লাল রঙের স্কুটি সাঁ-সাঁ করে চলছিল বর্ধমানের রাস্তায়। পাশ দিয়ে দুজন সাইকেল আরোহীর ওই স্কুটিতে থাকা মানুষজনকে বেশ খানিক চেনা লাগলেও,





তারা নিশ্চিত হতে পারছিলেন না। অবশেষে সন্দেহের অবসান ঘটলো যখন স্কুটি চালক এবং তার সঙ্গিনী মুখ থেকে তাদের মাক্স নামালেন। একি? অবাক হবেন আপনারা। এরা টলিউড ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটি অঙ্কুশ ও





ঐন্দ্রিলা। তাদের সঙ্গে কথোপকথনে জানা যায় যে, অঙ্কুশ বর্ধমানের ছেলে। তার ছেলেবেলার খেলাধুলা থেকে শুরু করে স্কুলে পড়া অবধি কেটেছে বর্ধমানে। যদিও





পরবর্তীতে উচ্চশিক্ষা লাভের আশায় কলকাতায় এসে থাকা হয়। এরপর তার কেরিয়ারের সুবাদে কলকাতাতেই অবস্থান। কলকাতার বুকে বিশাল অট্টালিকায় বাস এখন। তবুও
বর্ধমানের স্মৃতি এখনো পর্যন্ত ভুলতে পারেনি তিনি। তাই স্মৃতিচারণ করবার আশায় তিনি তার প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে স্কুটি করে বেরিয়ে পড়েন রাতের অন্ধকারে। আরো শোনা গেছে যে,
তিনি বর্ধমানের বেশ কিছু বাড়িও কিনেছেন। আসলে জন্মস্থানের সঙ্গে রয়েছে তার নাড়ির টান। যে টানকে তিনি কখনোই অবজ্ঞা করতে পারবেন না। আর হয়তো সেই জন্যই বারবার ফিরে আসা বর্ধমানে।
বেশ কিছুদিন আগেই রোম থেকে ঘুরে এসেছিলেন তারা। ইতিমধ্যে তার নতুন ছবির কাজও শুরু হয়ে গেছে। ‘মির্জা’ সহ একাধিক ছবিতে কাজের সুযোগ রয়েছে অঙ্কুশের। সম্প্রতি প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের কাজ শেষ করলেন। তবুও সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে পা রাখেন বর্ধমানের মাটিতে
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply