





মাছ ধরার নানান রকম কৌশল রয়েছে। আর সেই কৌশল কাজে লাগিয়ে সকলেই মাছ ধরছে। মাছ ধরা একটি উৎসবের মধ্যেও





পড়ে। আর সেই উৎসবে সামিল হয় সকলে। আগেরকার দিনে গ্রামাঞ্চলে মাছ ধরতে দেখা যেতো। বিভিন্ন পুকুর বা





জলাশয়ে এমন মাছ ধরতে দেখা যেতো সকলকে। এটি একটি সময় সাপেক্ষ কাজ। সময়ের একটি বিষয় রয়েছে। তাই গ্রামের পুরুষ মানুষদের এই কাজে বেশি যোগদান করতে দেখা যায়। এখনও





গ্রামের দিকে গেলে এই দৃশ্য চোখে পড়ে। সম্প্রতি একটি মাছ ধরার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে গ্রামের কিছু ব্যক্তি মাছ ধরছে। গ্রাম্য পন্থায় তারা এই মাছ ধরছে।
সেই জিনিসগুলি হাতে বানিয়েছেন তারা। দেখা যাচ্ছে মাছ ধরার জন্য অনেকেই বড় জলাশয়ে নেমেছেন। এর পাশাপাশি অনেকে মজা করছেন মাছ ধরতে গিয়ে। এক ব্যক্তি মাছ ধরতে হিমশিম খায়। এরপর তাকে আরও একজন ব্যক্তি মাছটি ডাঙায় তুলে আনতে সাহায্য করে।
ডাঙায় নিয়ে আসার পর দেখা যায় সেটি অনেক বড় আকৃতির মাছ। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে গিয়েছে।
Leave a Reply