মারা গেছেন ভারতীয় সিরিয়ালের জবা, কেঁদে বুক ভাসাচ্ছেন নারীরা

যারা ভারতীয় সিরিয়াল দেখেন জবা বললেই তারা এক নামে চিনে ফেলে। স্টার জলসার জনপ্রিয় ধা’রাবাহিক ‘কে আপন কে পর’-এর.

জনপ্রিয় মুখ তিনি। জবার চরিত্রে অ’ভিনয় করছেন পল্লবী শর্মা। কখনো সংসারের জন্য লড়তে, আবার কখনো স্বামীর পাশে থেকে

সবাইকে উচিত শিক্ষা দেন জবা। এমন সর্বকর্মা জবার যদি হঠাৎ মৃ’’ত্যু হয় তাহলে দর্শকদের অবস্থা কি হয় ভাবুন তো! সন্ধ্যা বেলা সব কাজ বাদ দিয়ে টিভির সামনে বসে জবার মুখখানা না দেখলে দিন ভালো যায় না অনেকের।

বাংলা ধা’রাবাহিক যেন বাঙালির শি’রায় ঢুকে বসে আছে। তা এই ধা’রাবাহিকে একদিন দেখানো হল জবা মা’রা যাব’ে। এ খবর দেখে হা’উমা’উ করে কাঁ’দতে লাগলেন এক জবা প্রেমী নারী।

মায়ের এই কা’ন্না দেখে ছেলে ভিডিও করে সামাজিক মাধ্যেমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। ছেলে মাকে যতই বো’ঝানোর চে’ষ্টা করছেন, যে এটা সিরিয়াল। কিচ্ছু হয়নি জবার! মা কিছু শোনবার পাত্রীই নন। তিনি কেঁদেই চলেছেন। এই ভিডিওটি শেয়ার ‘হতেই ভা’ইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, খাটের পাশে হাঁটু মুড়ে বসে কেঁদেই চলেছেন পঞ্চাশোর্ধ ওই নারী। চাঁদরের তলা থেকে মুখ তুলে বলে যাচ্ছেন, ‘ও জবা তুই এ কি করলি? ফিরে আয় মা!’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*