





ফের আরও একবার ভাইরাল একটি সাপের ভিডিও । সোশ্যাল মিডিয়ার দরুন আমরা বর্তমান যুগে





এমন বেশকিছু ধরনের ঘটনা দেখে থাকি যা হয়তো এর আগে আমরা কোনোদিন দেখিনি । সেই সমস্ত ঘটনাবলি আমাদেরকে





অবাক করে তোলার পাশাপাশি করে তোলে হতভম্ভো এবং কৌ-তু-হ-লী । যেহেতু সোশ্যাল মিডিয়ার হাত ধরে মুহুর্তের মধ্যে





উঠে আসা যায় সবার নজরে । তাই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনপ্রিয় হতে চাই এই প্রজন্মের প্রতি ছেলে এবং মেয়ে । সেই তালিকা থেকে





বাদ যায়নি অভিনেতা এবং অভিনেত্রী । নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে জীবনের ছোটখাট মুহূর্ত তুলে ধরে অনুগামীদের সাথে। এর পাশাপাশি





আমরা জানি যে সাপ হল এমন এক ধরনের সরীসৃপ প্রাণী যাকে কমবেশি প্রত্যেকে ভ-য় পায় । কারণ তার একটি ছোবলে শেষ হয়ে যেতে পারে একটি জলজ্যান্ত জীবন । তাই সাধারণ সাপকে অনেকে এড়িয়ে চলে । কিন্তু এমন এক ধরনের ঘটনা দেখা গেল যেটি শুনলে আপনি অবাক তো হবেনই তার সাথে সাথে বিস্মিতও হবেন।
আমরা এর আগে সোশ্যাল মিডিয়ার দরুন সাপ এবং ঈগলের যু-দ্ধ দেখেছি । দেখেছি সাপ এবং একটি বাচ্চা কুকুরের যু-দ্ধ । তিনি সম্প্রতি যে ঘটনাটি আপনাদের সামনে বলতে এসেছি সেটি আরও অবাক করার মতন এবং এই ঘটনাটি যে সাহসিকতার পরিচয় দেয় তা আর বলার অপেক্ষা রাখে না ।
টি ভিডিওতে দেখা যাচ্ছে যে কোন একটি এলাকার বড় কুয়োতে একটি সাপ পড়ে যায়। এবং যার ফলে চিন্তিত হয়ে পড়ে সেখানকার গ্রামবাসীরা । তাই তারা স্থানীয় সাপুড়ে কে খবর দেয় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত স্থানীয় সাপুড়েরা । মতো চার জনের টিম এসেছিল সেখানে এবং তারপর যা ঘটলো সেটি সত্যিই অবাক করার মত ।
যে সাপটি পাওয়া গিয়েছিল তার নাম কিং কোবরা । এমনটাই জানা যাচ্ছে সাপুড়ে দের এদের কাছ থেকে । এর ফলে সেটিকে তোলার জন্য এক ব্যক্তি রীতিমতো নিজের কোমরে দড়ি বেঁধে ঝু-ল-ন্ত অবস্থায় পাড়ি দেয় কুয়োর ভেতরে এবং সেখান থেকেই ঝু-ল-ন্ত অবস্থাতেই সেই সাপকে ধরতে সক্ষম হয় এবং ব্যাগের মধ্যে ভোটে সক্ষম হয় । পরবর্তী ক্ষেত্রে অন্য কোথাও ছেড়ে দেবার পরিকল্পনা করে তারা । তার পাশাপাশি এই ভিডিও দেখে রীতিমতো গা শিউরে উঠছে অনেকের ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply