





আমরা অনেকেই মাছ ধরতে পছন্দ করি । বিশেষ করে যারা গ্রামে বসবাস করি তাদের বিভিন্ন ভাবে





মাছ ধরার অভিজ্ঞতা অবশ্যই থাকবে। গ্রামে বসবাসকারীদের মধ্যে অনেকে মাছধরা পেশা হিসেবেও গ্রহণ করেছে। বিশেষ করে যারা খাল বিল ও





নদ-নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে তাদের মধ্যে মাছ ধরার অভিজ্ঞতাটা বেশি থাকে। এবং নদীর পাড়ে গড়ে ওঠে জেলেদের বসবাস। তবে





বর্তমানে অনেক মানুষ আছে যারা শখের বসে মাছ ধরে।বিশেষ করে যারা শহরে বসবাস করে তারা মাঝেমধ্যে





বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে নদী কিংবা খাল বিলের ধারে মাঝেমধ্যে মাছ ধরতে যায়। অনেক সময় শহর এলাকায় নদ-নদী খাল-বিল এর অভাবে





শখের বশেও মাছ ধরাটাও সম্ভব হয়ে ওঠেনা। কেননা শহরাঞ্চলে খাল-বিল সচরাচর পাওয়া যায় না। আমরা অনেক সময় ইউটিউব কিংবা ইন্টারনেট এ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাছ ধরার ভিডিও ভাইরাল হয়ে থাকে।যেগুলোতে দেখানো হয় বিভিন্ন প্রক্রিয়ায় নতুন নতুন সরঞ্জাম ব্যবহার করে নদ-নদী কিংবাখাল-বিল থেকে কিভাবে মাছ ধরার হয় তার ভিডিও।
আজকের ভিডিওটিও ঠিক তেমনি যেখানে দেখানো হয়েছে।একটি গ্রামের সকল শ্রেণীর মানুষ কচুরিপানার মধ্যে হতে কিভাবে হাত এবং পলো দিয়ে বিভিন্ন প্রকার দেশি মাছ ধরা হয়। এই ধরনের ভিডিও আমরা ইন্টারনেটের সচরাচর দেখতে পাই।ভাইরাল ভিডিও গুলোর মধ্যে এই ভিডিও গুলো অন্যতম।মাছে ভাতে কথাটি যেন একদম সত্য। বর্ষাকালে মাছ ধরার মজাই অন্যরকম।
এই সময়ে নদী-নালা, খাল-বিল, ডোবা-পুকুর পানি বেশি থাকে। আর আমরা সকলেই জানি বেশি পানিতে মাছ তার প্রান খুজে পায়। আবার গ্রামের ধান ক্ষেতে বর্ষা মৌসুমে মাছ পাওয়া যায়।গ্রামের শিশুরা মাছ ধরতে খুব পছন্দ করে। তারা মাছ ধরার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করে। যা সাধারন মানুশকে তাক লাগিয়ে দেয়ার মত।
তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোরের জেন্ত মাগুর মাছ ধরা ভাইরাল হয়। যা বর্তমানে নেট দুনিয়াকে মাতিয়ে রাখছে। কিশোটি অসাধারণ ভাবে মাছ ধরেছে।এ প্রক্রিয়ায় মেশিন কিংবা বিভিন্ন হাত সরঞ্জাম দিয়ে পানিগুলো শেষে গর্ত থেকে বের করে দেওয়া হয়। এবং পানি সেঁচা হয়ে গেলে এর মধ্য থেকে হাত দিয়ে মাছগুলো একটি একটি করে সবগুলো ধরে ফেলা সম্ভব।
এ প্রক্রিয়ায় মাছ ধরলে অধিক সময়, পরিশ্রম এবং জনবলের প্রয়োজন। এ প্রক্রিয়ায় মাছ ধরার মজাই আলাদা। কেননা এই প্রক্রিয়ায় মাছ ধরার সময় নিজ হাতে একটি একটি করে মাছ ধরা যায়। এবং ছোট বড় সকলেই এই প্রক্রিয়ায় মাছ ধরায় অংশ নিতে পারে।মাছ ধরা যে কত আনন্দের যারা বিভিন্ন প্রক্রিয়ায় মাছ ধরেছে তারাই জানে।
বিশেষ করে এখনো যারা গ্রামে বসবাস করি এবং যাদের বাড়ি হাওর বাওর নদী নালা খাল বিলের পাশাপাশি তারাই মাছ ধরার প্রকৃত আনন্দ উপভোগ করতে পারি। বর্তমানে গ্রামের অধিকাংশ মানুষ শখের বসেই ধরে থাকে। তবে আমরা যারা শৈশব কাটিয়েছি গ্রামে তারা অবশ্যই ছোটবেলার মাছ ধরাটাকে মিস করে থাকি।খাল বিল ও নদ-নদীতে যারা সারাদিন মাছ ধরতে দেখা যায়।
যেখানে সরঞ্জাম হিসেবে ব্যবহার করে বিভিন্ন প্রকার জাল বরশি ও অন্যান্য বিশেষ ধরনের পদ্ধতি। তবে সবচেয়ে বেশি মাছ ধরা হয় জাল এবং সেচ প্রক্রিয়ায়। শীতকালে যখন বিভিন্ন খাল বিলের পানি কমে যায় তখন এই পানিগুলো সেচে বিভিন্ন প্রকার মাছ ধরা হয়।হাত দিয়ে মাছ ধরা হয়েছে এবং কী ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে তা দেখার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply