





সরীসৃপকুলের মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে প্রাণীটি রয়েছে তা হলো সাপ! সাধারণত জঙ্গল বা বিশেষ কোনো হ্যাবিটেট এরিয়ায় এই সাপেদের নিজেদের গর্ত করে থাকতে দেখা যায়। তবে





মাঝেমধ্যে ঋতু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এই ভয়ংকর প্রাণীটি গ্রাম বা শহরের লোকালয়ে চলে আসে। অত্যান্ত বিষধর এই প্রাণীটি যেকোন প্রাণীর জন্যই





অত্যন্ত ক্ষতিকারক। সম্প্রতি ক্ষতিকারক এই প্রাণীর একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি খামারের মধ্যে 10 ফুট লম্বা নাগনাগীনী একে অপরের সাথে





শরীরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। পরবর্তীতে দেখা যায় তারা মাথাটি আকাশে তুলে হালকা ভঙ্গিতে দুলতে থাকে। মাঝেমধ্যে একে অপরের সাথে জড়িয়ে হামাগুড়িও





দিতে দেখা যায় তাদের। সাধারণত বাঙালি পরিভাষায় সম্পূর্ণ ঘটনাটিকে সাপের জোড়া লাগা বলে মনে করা হয়। সোশ্যাল মিডিয়ার “স্নেক ওয়ার্ল্ড” নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভাইরাল হওয়া এই ভিডিওটি ভিউজ সংখ্যা ইতিমধ্যেই
প্রায় কয়েক লক্ষ ছাড়িয়েছে। সাথে পাঁচ হাজারের বেশি মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। এছাড়া কমেন্ট বক্সে রয়েছে নানান বিস্ময় প্রকাশ্য মন্তব্য। বিপুল সংখ্যক মানুষের দৌলতে ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জন্তু-জানোয়ার ও কাকপক্ষীর নানান ভিডিও ভাইরাল হয়ে থাকে। তাদের নানার মজার কান্ড দেখতে বিশেষভাবে পছন্দ করে থাকেন সাধারণ মানুষ। সারাদিনের খাটাখাটনি শেষে একটুখানি মুক্তির আস্বাদ এনে দেয় এই সকল ভিডিও। পূর্বে উল্লেখিত ভিডিওটিও তেমনই এক পরিনাম!
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply