





অভিনেত্রী শুভশ্রী তার মিষ্টি লুকের জন্য বরাবরই প্রশংসার দাবি রাখে। যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর তার অভিনয়। যে কারণেই





তার বহু সিনেমা হিট হয়ে উঠেছে আর তার সাথেই হিট হয়েছে কিছু গান। এমনই একটি ছবি “আমি শুধু চেয়েছি তোমায়।” ছবি ততটা হিট না হলেও





ছবির একটা গান এখনো পর্যন্ত বেজায় হিট। গানে শুভশ্রী মিষ্টি নাচ মন কেড়েছিল সকলেন আর বর্তমানে অনেকেই এই গানের সাথে রিল ভিডিও বানিয়ে ফেলেছেন। আর





এবার শুভশ্রীর মতোই মিষ্টি ভাবে নাচ করে ভাইরাল হলেন এক যুবতী। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের প্রতিভা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছে। তাদেরই মধ্যে





একজন হলেন UBIRUNGIA পেজের সোমালিকা। তার অভিনব প্রচেষ্টা, সুন্দর নাচের সাথে সুন্দর ভাবে পরিবেশনা তাকে দর্শকমহলে পরিচিতি দিয়েছে। সম্প্রতি এবার আরো
একটি গানের তালে অসাধারণ একটি পারফরমেন্স দিতে দেখা গেল তাকে। ভাইরাল এই ভিডিওতে তাকে পারফর্ম করতে দেখা গেছে “আমি শুধু চেয়েছি তোমায়” ছবির “বাংলাদেশের মেয়ে”-এর তালে। ছবিতে অসাধারণ নাচ ও
অভিনয় করে মন মাতিয়েছে শুভশ্রী। তবে এই যুবতী শুভশ্রীর মতো নাচে মিষ্টতা বজায় রাখলেও নিজস্ব স্টাইলেই নাচ করেছেন। তার স্বতন্ত্রতা, শিল্পগুন, নাচের ভঙ্গি তাই মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
গানের তালে তালে যেভাবে মিষ্টিভাবে সে পারফর্ম করেছে, তার মুখের হাভভঙ্গি এতটাই গানের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল যে বহুজন তার প্রশংসা করেছেন। একজন তো লিখেই ফেলেছেন-” তোমার হাসির সাথে গানটি ম্যাচ করেছে।” রইল নাচের এই মিষ্টি ভিডিওটি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply