চালের গুঁড়ো দিয়ে মাত্র ৩ দিনে দুধের মতো ফর্সা ত্বক!
প্যাকটি বানাতে – তিন চামচ বীটরোট পেস্ট নিন। বীটরোট এর মধ্যে প্রচুর পরিমাণে স্কিন লাইটেনিং এজেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের





উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এবার এরমধ্যে, – ২ চামচ টক দই, – ১ চামচ মধু, –





২ চামচ চালের গুঁড়া, – ১টি ভিটামিন ই নিন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। উপাদানগুলো মিশে নরম পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এরমধ্যে, – ২ চামচ টক দই, – ১ চামচ মধু, – ২ চামচ চালের গুঁড়া, – ১টি ভিটামিন ই নিন।
এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। উপাদানগুলো মিশে নরম পেস্ট তৈরি হয়ে গেছে। ব্রাশের সাহায্যে এটি চেহারায় এপ্লাই করুন। প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। প্যাকটি ত্বকের উপর পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ত্বক পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।