৮ পা নিয়ে জন্মালো ছাগলের বাচ্চা

ইশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে ৮ পা বিশিষ্ট এক ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। অস্বাভাবিক এই ঘটনাটি ছড়িয়ে পড়লে তা নিজ চোখে

দেখার জন্য জন্য ভীড় করে মানুষ। সম্প্রতি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত চেরাগ আলী মোল্লার ছেলে মোহাম্মদ সিদ্দিক আলী মোল্লার বাড়িতে

ছাগলের বাচ্চাটির জন্ম হয়। জানা যায়, সিদ্দিক মোল্লার পালিত একটি ছাগল পরপর তিনটি কালো রঙের বাচ্চা প্রসব করে। এর মধ্যে

একটি বাচ্চার আটটি পা রয়েছে। এদিকে শুক্রবার (৫ জুন) দিনাজপুরে চারটি হাত ও চারটি পা নিয়ে এক শিশু জন্মগ্রহণ করেছে। শিশুটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবেই

খাবার খাচ্ছে বলে জানা গেছে। শিশুটির বাবার নাম গোলাম রব্বানী। তিনি কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুরের বাসিন্দা। তিনি জানান,

বৃহস্পতিবার রাতে তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়। পরে একটি মাইক্রোবাসে করে তাকে বীরগঞ্জ একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। শুক্রবার ভোরে সেখানেই তার স্ত্রী সন্তান প্রসব করেন। জন্মের পর

দেখা গেছে শিশুটির শরীরের বাঁ দিকে কোমর ও পেটের মাঝামাঝি অংশ থেকে আরো দুটি করে হাত-পা বের হয়েছে। জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস বলেন,

অটিজম ও জিনগত কারণে এ ধরনের জন্মগত ত্রুটি হয়। এছাড়া গর্ভকালীন গর্ভনিরোধক পিল কিংবা চিকিৎসকের পরামর্শ ব্যতীত উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এ ধরনের ঘটনা ঘটে। গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

মানবকণ্ঠ/এনএস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*