বহুদিনের স্বপ্ন এবার বাস্তবে রুপ পেল! বাড়িতেই আজব কায়দার হেলিকপ্টার বানিয়ে আকাশে উড়লো এই যুবক

আমরা যখন ছোটো ছিলাম সেইসময় মেলায় গেলে অনেকসময় নানান খেলনা গাড়ি কিনে দেওয়ার বায়না করতাম। কখনও

মনে হতো এমন একটি গাড়ি যদি সত্যি থাকতো তবে মন্দ হতো না। তবে সে ভাবনাই সার। কারণ তা বাস্তবায়িত হত না কখনই। এভাবেই

ধীরে ধীরে আমরা বড় হয়ে উঠি। আমাদের পছন্দগুলি পাল্টাতে শুরু করে। তবে এক ব্যক্তি যিনি নিজেই বাড়িতে তৈরি করে ফেলেছেন হেলিকপ্টার। কারণ

তার এমনই শখ ছিল হেলিকপ্টারের। বাড়িতে থাকা জিনিস দিয়েই তিনি সেই শখ পূরণ করেছেন। ওই ব্যক্তি ব্রিটেনের বাসিন্দা। বাড়ির একটি অকেজো চেয়ারে ৫৭টি ড্রোন লাগিয়ে সেটিকে হেলিকপ্টার বানিয়েছেন।

এই হেলিকপ্টার যেমন আকাশে একা উড়তে পারে তেমনই এক ব্যক্তিকে নিয়ে ১৫ ফুট উঁচু পর্যন্ত উড়তে পারে। ওই ব্যক্তির এই অভাবনীয় কীর্তি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*