ইংরাজিতে কথা বলছে এক কুকুর! দেশি কুকুরের মুখে বেদেশি ভাষা শুনে হেঁসে খুন নেটবাসী

ময়না, তোতা, টিয়া এইধরনের পাখিগুলি কথা বলতে পারে তা আমরা সকলেই জানি। মানুষের কথা হুবহু নকল করে বলতে পারে তারা। এই গুণের

জন্য তাদের নিয়ে হয়েছে অনেক সিনেমা। আগেকার দিনে মেলায় এই পাখিদের দেখা পাওয়া যেতো। তাই আমাদের কাছে পাখির কথা বলার বিষয়টি খুবই

সাধারণ। তবে কখনও কি শুনেছেন কুকুর কথা বলছে! অবাক হলেও এটিই সত্যি। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ অনেককিছু ঘটতে দেখা যায়। মোবাইল ফোনের যুগে মূহুর্তকে

ক্যামেরাবন্দী করে রাখা খুবই সহজ হয়ে গিয়েছে। তাই আমরা এমন ভিডিও বা ছবি দেখতে পাই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কুকুরকে।

যিনি ভিডিওটি পোস্ট করেছেন তিনি দাবি করেছেন, কুকুরটি ‘হ্যালো’ বলা শিখেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ‘উইরেটডগস’ নামক একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, কুকুরটির নাম লরনা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*