গ্রামের রাস্তায় বাইক চালাচ্ছেন এক পাকা চুলের ঠাকুমা, মুহূর্তের ভিডিও ভাইরাল ইন্টারনেটে

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই ভাইরাল হয় নানান ভিডিও। তার মধ্যে বাইক নানানভাবে রাইড করার ভিডিও দেখি। নানান কায়দায় জীবনের ঝুঁকি নিয়ে

তারা এই বাইক চালানো দেখান। আর সেগুলি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেও বেশি সময় নেয় না। তবে ছেলে বাইকারদের বেশি দেখা যায় সামাজিক মাধ্যমে। দেশ বিদেশের অনেক ছেলের

এই বাইক রাইড করতে দেখা যায়। তবে মেয়েদের দেখা গেলেও তারা যুবতী হন। শরীরের দিক থেকেও তারা বেশ সবল হন। কিন্তু

এবার এক বৃদ্ধাকে দেখা গেলো গ্রামের রাস্তায় বাইক চালাতে। তাও আবার সাধারণ বাইক নয়, ইয়ামহা আর ফিফটিন বাইক গ্রামের রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে গেলেন। বাইক চালানোর সঙ্গে সঙ্গে

পোজও দিলেন তিনি। যেনো তার কাছে এই জিনিসটি কোনো ব্যাপারই নয়। বয়সের ভারে চামড়া কুচকে গিয়েছে, চুল পেকে গিয়েছে কিন্তু বৃদ্ধা যে মনের দিক থেকে বেশ ইয়াং রয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন তিনি ওই ভিডিওতে।

এত ভারি বাইক সকলে চালাতে সক্ষম হন না। অনেক ছেলেই হিমসিম খান সেখানে তিনি একজন বৃদ্ধা হয়ে দারুণ কায়দায় বাইক চালিয়ে সকলকে দেখিয়ে দিলেন৷

তার এই ভিডিও মনের দিক থেকে বৃদ্ধ হয়ে যাওয়া মানুষদের অনুপ্রেরণা জোগাবে। বয়স যে শুধুই একটি সংখ্যা তা আরও একবার মনে হবে এই ভিডিও দেখে। বৃদ্ধার এই বাইক চালানোর ভিডিও নিমেষেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ভিডিওটি ৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*