





আমাদের ভারতবর্ষে অনেক ভারতীয় পশু পাখি আছে। সেই পাখিদের বৈশিষ্ট্য বিভিন্ন রকম।সেই পাখিদের মধ্যে মাছরাঙ্গা, পানকৌড়ি এবং





বক জাতীয় পাখিরা নিজেদের খাবার অর্থাৎ মাছ সংগ্রহ করে থাকে এবং তাদের ঠোঁট লম্বা হয়, যার সাহায্যে তারা মাছ ধরতে পারে। এরা খাল, বিল বা





পুকুর থেকে মাছ সংগ্রহ করে। কিভাবে তারা সেই মাছ সংগ্রহ করে থাকে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাদের এই মাছ ধরার কায়দা দেখে





সাধারণ জনগণ হতবাক হয়ে পড়েছেন। এই ভিডিওটিতে বিভিন্ন পাখি বিভিন্ন কৌশলে মাছ ধরতে দেখা যাচ্ছে। এই মাছ ধরার কৌশল তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। যেমন





একটি বক পাখি মাছ শিকার করার জন্য একটি পুকুরের ধারে এসে শান্ত হয়ে বসে থাকে তারপর ঠোঁটে করে মাছেদের খাবার লোভ দেখিয়ে তাদের ধরে নেয়। এছাড়াও
আরো বিভিন্ন পাখি বিভিন্ন কৌশলে তাদের খাদ্য মাছ শিকার করে থাকে। এই ভিডিওতে আরো একটি দৃশ্য দেখা গেছে যেখানে একটি পাখি সামান্য পরিমাণ খাবার নিয়ে মাছেদের কাছে যায় তখন মাছেরা খাবার লোভে তার কাছে আসে এবং সেই সময় পাখিটি তার ঠোঁটে করে মাছটিকে শিকার করে। সেটা দেখে সাধারণ জনগণ অবাক হয়ে পড়েছেন।
এই ভিডিওটি সর্বপ্রথম ইউটিউবে পোস্ট করা হয় এবং তারপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এই ভিডিওটির মাধ্যমে জানা যায় যে পাখিরাও কতটা বুদ্ধিমান।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply