দারুন সুখবর! আজ থে’কেই দারুন স’স্তা হলো সো’না! কত দিন পাবেন এই সুযোগ? জেনে নিন বিস্তারিত!
এবার থেকে আপনি সোনার উপর বিনিয়োগ করতে পারেন । একদম ঠিক শুনেছেন ।তবে এই সো’না আপনি হাতে পাবেন না । এমনকি





বাড়িতে আনতে পারবেন না । অনলাইনে মাধ্যমে কিন্তু আপনাকে সোনার বন্ড বা গল্ড বন্ড কিনতে হবে । সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে





গল্ড বন্ড এর নবম দফা জারি করা হয়েছে যেখানে প্রতি গ্রাম সোনার মূল্য হচ্ছে 4786 টাকা । কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটাই জানা যা’চ্ছে যদি কোন ব্যক্তি
অনলাইনে গল্ড বন্ড কিনে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে ।ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলে প্রতি গ্রামে 50 টাকা করে ছা’ড় দেওয়া হবে বলে জানা যাচ্ছে । অর্থাৎ সে ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার মূল্য হবে 4736 টাকা ।
এবার যে সমস্ত প্রশ্ন গুলো সাধারণত থেকে থাকে যে কিভাবে এই গোল্ড বন্ডের সাবস্ক্রিপশন ক্রয় করবেন এবং এর মেয়াদ কত তা জানানো হলো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। ব্যাঙ্ক , স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড , ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ,
নির্দিষ্ট ডাকঘর বা পোস্ট অফিস এবং নির্দিষ্ট স্টক এক্সচেঞ্জ থেকে গোল্ড বন্ড কিনতে পারবেন। গোল্ড বন্ডের মেয়াদ থাকে আট বছরের। পঞ্চম বছরের পর প’রবর্তী সুদ প্রদানের দিনে গোল্ড বন্ড ছেড়ে দেওয়ার সুযোগ থাকে। সেজন্য বিনিয়োগকারীকে টাকাও দেওয়া হবে ।আ’গামী ১৪ জানুয়ারি পর্যন্ত গোল্ড বন্ড ইস্যু করা হবে।