ঘরের কোণে দেওয়ালের ফাটল থেকে হঠাৎ বেরিয়ে আসলো বিশাল কোবরা সাপ! ফোঁস করতে ঘটলো বিপত্তি! তুমুল ভাইরাল ভিডিও।
জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন এর চাহিদা। বর্তমান সময়ে





ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম,টুইটার প্রভৃতি অ্যাপ্লিকেশনগুলি মানুষের মধ্যে বহুল পরিমাণে ছড়িয়ে গিয়েছে।এখানে প্রতিনিয়ত





নানান ধরনের ভাইরাল ভিডিও দেখা যায়। এই ভাইরাল ভিডিও গুলি মূলত হয় মজাদার অথবা বিনোদনমূলক,





বিভিন্ন অসামান্য ঘটনা নিয়ে, নিজস্ব কোনো প্রতিভা বা বিশ্বের যেকোনো অসাধারণ দৃশ্য নিয়ে। সম্প্রতি ইন্টারনেটে এরকম একটি ভিডিও





উঠে এসেছে।আমরা আগেই জানিয়ে রাখি যে বর্তমান সময়ে সাপের বাসস্থান শুধুমাত্র জলাশয় জমি বা গভীর জঙ্গল ভাবলে বড় ভুল করবেন আপনি । বর্তমানে





বাড়ি ঠাকুরঘর রান্নাঘর সিলিন্ডার এর আশেপাশে এমনকি বিছানাতেও পাওয়া গেছে একাধিক জায়গাতে সাপের দেখা । যার ফলে
এমনটা বলা যেতেই পারে যে এখন সব জায়গাতেই সাপের দেখা পাওয়া যেতে পারে । আর সব ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমাদের কাছে সেটা নতুন করে বলার আর কোন অপেক্ষা রাখে না ।ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরের পাকা দেওয়াল এর মধ্যে কোনভাবে একটি বিষাক্ত কোবরা সাপ ঢুকে গিয়েছে। উদ্ধারকারীরা সাপটিকে উদ্ধার করতে এসে বেশ অসুবিধার সম্মুখীন হন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আরিফ উড়িষ্যার অঞ্চলের একটি গ্রামে গিয়ে দেখছেন, আর সেখানকার সদ্য তৈরি হওয়া নতুন বাড়ির ঘরের ভিতরে রয়েছে এক বিশাল বড় কোবরা সাপ। যদিও সাতটি বাচ্চা প্রজাতির সাপ ছিল। সেটি ঘরের কোণে পাঁচিলের মাঝখানে আটকে গিয়ে গোলাকার এর অবস্থায় রয়েছে। তিনি তা সরঞ্জাম দিয়ে সেই সব থেকে উদ্ধার করেছেন এবং নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছেন ।