





টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির (Srabanti Chatterjee) মন্তব্যে হাসল নেট দুনিয়া। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন যে,





তিনি ‘ভার্জিন’। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর পাঁচটাবারের মতো এবারও





ট্রোলিং-এর শিকার হলেন তিনি। প্রায়শই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম থাকে খবরের শিরোনামে। অভিনয় ও সিনেমা মুক্তির খবর ছাড়াও,





ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে অভিনেত্রীর নাম থাকে চর্চায়। সঙ্গী চয়ন হোক, বা পোশাক-আশাক, তাঁর জীবনের বিভিন্ন বিষয় বিতর্কের (Controversy) ইস্যু হয়ে উঠেছে একাধিকবার। সোশ্যাল মিডিয়াতেও





প্রায়শই তাঁকে ট্রোলিং-এর শিকার হতে হয়। তারপরেও, কারোর কোনো সমালোচনাকে পাত্তা দিতেই তিনি রাজি নন। নিজের জীবন নিজের মতো করে চালনা করতেই বিশ্বাসী তিনি। উল্লেখ্য,
শ্রাবন্তী চ্যাটার্জির ইতিমধ্যে তিনবার ডিভোর্স হয়ে গেছে। দাবি করা হয়, বর্তমানে তিনি একটি রিলেশন রয়েছেন। এই আবহেই তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় যে,
তিনি চতুর্থবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা, তখন তিনি স্পষ্টভাষায় দিলেন জবাব। তিনি সোজাসুজি বলেন, “আমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছি, পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি”। তাঁর বক্তব্য এখানেই শেষ হয়নি, তিনি আরও জানান,
“আমি এখন পর্যন্ত ভার্জিন, মনের দুঃখ কষ্ট কেও বুঝার চেষ্টা করেনা”। তাঁর এই মন্তব্যসমূহ প্রকাশ্যে আসতেই তাঁকে আবার ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। উল্লেখ্য, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম যেমন বিভিন্ন কারণে
সমালোচনার কেন্দ্রে চলে আসে। তেমনই তাঁর ছেলের নামও গার্লফ্রেন্ডের দৌলতে বহুবার চর্চার কেন্দ্রে থাকতে দেখা যায়। যদিও, বর্তমানে তিনিই আপাতত চর্চার বিষয় হয়ে উঠেছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন<<
Leave a Reply