





ছিপ মাছ ধরার সরঞ্জাম বিশেষ। ছিপ ফেলে মাছ ধরা পৃথিবীব্যাপী মানুষের অন্যতম একটি শখ। বাশেঁর শক্ত ও





দৃঢ় কাঠিতে সূতা বেঁধে পানিতে ছেড়ে দেয়া হয়। সূতার অন্য প্রান্তে থাকে লোহার তৈরী বড়শী। বড়শীতে টোপ লাগিয়ে





ছিপ ফেলা হয়। মাছ টোপ গিললে সূতায় টান পড়ে এবং তখন ছিপ দ্রুত টেনে তোলা হয়। সূতার মাঝামাঝি থাকে ফাৎনা যা পানিতে ভেসে থাকে। টোপে মাছ ঠোকর দিলে ফাৎনা নড়ে ওঠে। টোপ-গেলা মাছ নড়াচড়া শুরু করলে ফাৎনা নড়তে থাকতে, ডুবু ডুবু হয়। তাতে বোঝা যায় মাছ টোপ গিলেছে। তখন ছিপ দ্রুত তুলে নিতে হয়।
বাশেঁর তৈরী পাত্র খালুইয়ে ধৃত মাছ রাখা হয়। সম্প্রতি অনলাইনে ভাইরাল হয় এমন একটি মাছ ধরার ভিডিও। ভিডিওটিতে দেখা যায় একজন লোক ড্রেনের পানি বড়শীর চিপ দিয়ে মাছ ধরে তুমুল ভাইরাল লোকটি। ভিডিওটি দেখতে নিচে লিংক এ প্রবেশ করুন। ভিডিওটি দেখার অনুরুধ রইলো।
Leave a Reply