





প্রত্যেকেই জন্মের সময় থেকে কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মায়। আর তার ওপর টিভির নাচ-গান





আরো বেশি প্রভাভিত করে শিশুদের। তাই ছোট থেকেই শিশুদের দেখা যায় নিজের মত করে এই জিনিসগুলো কে





আয়ত্তে আনার চেষ্টা করতে। আর মা-বাবারাও তাদের বাচ্চাদের উৎসাহিত করে এগুলো শেখার প্রতি। বাচ্চাদের ভর্তি করে দেন নাচ বা





গানের স্কুলে। তবে এই নাচ সকলের সামনে তুলে ধরার জন্য এখন বাবা মায়েরা আর অপেক্ষা করেন না নির্দিষ্ট মঞ্চের জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই





বাচ্চাদের নাচ প্রকাশ্যে আনে। আর তা ভালো লাগলেই পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে। এবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এরকমই বাচ্চা মেয়ের মিষ্টি নাচ। তার মিষ্টি হাসি সরলতায় ভরা মুখ আর নাচের স্টেপে মুগ্ধ হলো নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে মহারাষ্ট্রে পোশাকে নৃত্য পরিবেশন করছে। ছাদের মধ্যেই “হে পার্থ সারথী” গানটির তালে যেভাবে পারফর্ম করেছে তা এককথায় অসাধারন। তার নৃত্যশৈলী, যথাযথ এক্সপ্রেশন সত্যি মুগ্ধকর।
জানা গেছে মেয়েটির নাম শানভি হালদার। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের তার বাড়ি। ছোট্ট এই মেয়েটির নাচ দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। এটুকু বয়সে তার যে প্রতিভা ও নাচের প্রতি ভালোবাসা তা তাজ্জব করে দিয়েছে দর্শকদের। চিত্রায়ন নামের একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ছোট্ট মেয়েটির নাচ ভাইরাল হয়েছে ইতিমধ্যে।
Leave a Reply