





বিষাক্ত বিশালাকৃতির কোবরার হাত থেকে মুরগি এবং তার বাচ্চা গুলি বেঁচে যায়। “স্নেক হান্টার” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে





সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ৫১ হাজার দর্শক ইতিমধ্যেই





ভিডিওটি দেখে নেওয়ার পাশাপাশি, প্রচুর সংখ্যক লাইক আর কমেন্ট পড়েছে ভিডিওটিতে। সাপটি বারবার ওই মুরগিটিকে





ছোবল মারতে যাচ্ছিল। অন্যদিকে মুরগিটি চুপচাপ বসে না থেকে সাপটির দিকে তেড়ে যাচ্ছিল। প্রথমদিকে মুরগিটি





তার বাচ্চাদের নিয়ে খেলা করছিল। কিন্তু হঠাৎ করে বিষাক্ত কোবরা এসে হাজির হয় সবকিছুই পন্ড হয়ে যায়। সাপটি বারবার ছোবল মারতে চেষ্টা করছিল মা মুরগিটিকে। কিন্তু নিজের জীবনের কথা না ভেবে নিজের বাচ্চাদের বাঁচাতে তৎপর হয়ে উঠেছিল মুরগিটি। বিষাক্ত বিশালাকৃতির কোবরার হাত থেকে মুরগি এবং তার বাচ্চা গুলি বেঁচে যায়।
“স্নেক হান্টার” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিও। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ৫১ হাজার দর্শক ইতিমধ্যেই ভিডিওটি দেখে নেওয়ার পাশাপাশি, প্রচুর সংখ্যক লাইক আর কমেন্ট পড়েছে ভিডিওটিতে। তাই সে বারবার সাপটিকে আক্রমণ করতে যাচ্ছিল।
একসময় ধীরে ধীরে বাচ্চাগুলোকে অন্যদিকে নিয়ে চলে আসে মা মুরগিটি। কিন্তু ছোট মুরগির বাচ্চাগুলি এত শত বোঝেনা। তাই তারা মায়ের আশ্রয় ছেড়ে মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছিল। অবশেষে এক ব্যক্তি লাঠি নিয়ে ওই স্থানে আসে এবং সাপটিকে সরিয়ে দেয়।
Leave a Reply