অভিনব কায়দায় মেশিন তৈরি করে ইউনিক ফিশিং সিস্টেম | জল স্পর্শ না করে দেশীয় মাছ ধরলো ,তুমুল ভাইরাল ভিডিও

 

মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যার শ্বাস-প্রশ্বাসের জন্য

ফুলকা রয়েছে,চলাচলের জন্য যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে,এদের দেহে সচরাচর আঁইশ থাকে,

সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে। সাধারণত এদের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা

আচ্ছাদিত; তবে আঁশ নেই এমন মাছের সংখ্যাও একেবারে কম নয়। সোশ্যাল মিডিয়া এমন এক প্লাটফর্ম যেখানে

ভালো খারাপ উভয় দিক রয়েছে। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র TRUST NEWS করে কেউ কেউ নিজের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে

জনপ্রিয় হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই বর্তমানে প্রচুর যুবতীদের দেখা যায় নিজেদের প্রতিভা প্রকাশ্যে আনতে। কেউ কেউ নিজেদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিতও হয়েছেন। বুক থেকে কোমরে ছড়াচ্ছে জাদু ! দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারন নাচ। যুবতীটি নিজের মতো করে নাচ করেছেন ও তা পোস্টও করেছে। তার এই নাচে মুগ্ধ হয়েছেন অনেক দর্শকগন।

এরা সমুদ্রের লোনা জল এবং স্বাদু জলের খাল, বিল, হাওর, বাওর, নদী, হ্রদ, পুকুর, ডোবায় বাস করে। পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে মহাসাগরের গহীন অতল স্থানে, অর্থাৎ যেখানেই জল রয়েছে সেখানেই মাছের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।

ইউনিক ভিডিওটি তে দেখা যায় একদম ইউনিক পদ্ধতিতে কিছু মানুষ মাছ ধরার টোপ তৈরী করে, এবং পানি না চোয়ে মাছ ধরে, ভিডিওটিতে দেখা যায় তিনটি মাটির হাঁড়ি দিয়ে।টোপ তৈরী করে মাছ ধরে। ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় অনলাইনে, প্রায় ৮,৫১১,০৩৪ জন মানুষ ভিডিওটি দেখে।

ভিভিও দেখতে এখানে কিক্ল করুন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*