





সোশ্যাল মিডিয়া এমন এক প্লাটফর্ম যেখানে ভালো খারাপ উভয় দিক রয়েছে। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র TRUST NEWS করে





কেউ কেউ নিজের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই বর্তমানে





প্রচুর যুবতীদের দেখা যায় নিজেদের প্রতিভা প্রকাশ্যে আনতে। কেউ কেউ নিজেদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিতও হয়েছেন। বুক থেকে





কোমরে ছড়াচ্ছে জাদু ! দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারন নাচ। যুবতীটি নিজের মতো করে নাচ করেছেন ও তা পোস্টও করেছে। তার এই নাচে





মুগ্ধ হয়েছেন অনেক দর্শকগন। সাপটি একটি বড় মুদিখানা দোকানের গোডাউনের ভিতর ঢুকে বসে ছিল। সাপ স্পেশালিস্ট সেখানে গিয়ে এই সাপটিকে বের করে নিয়ে আসে একটি অস্ত্র মাধ্যমে এবং সে সাপটি বের করে নিয়ে এসে তার ফণা তোলা দেখান। সেটা দেখার জন্য সবাই গোল করে তাকে ঘিরে ছিল। তারপর তারা সাপটিকে একটি থলির ভেতর ঢুকিয়ে বন্ধ করে দেয়।
এই ভিডিওটি ইউটিউবে, Snake Saver Mannan Khan নামক চ্যানেলের পোস্ট করা রয়েছে। ৭১৯ এর বেশি মানুষের ভিডিওটি দেখেছেন ও বহু হাজারেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন। বহু মানুষ কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন। আপনারা গিয়ে এই সাপ বাঁচানোর ও রেস্কিউ করার ভিডিওটি দেখতে পারেন।
Leave a Reply